সবং কলেজে ছাত্র খুনের প্রতিবাদে শনিবার দিনভর মেদিনীপুরে প্রতিবাদ কর্মসূচি হয়। এ দিন সকালে মেদিনীপুর কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি করে সিপি, ডিএসও। পরে মেদিনীপুর শহরের তিনটি জায়গায় জগন্নাথমন্দিরচক, গোলকুঁয়াচক এবং সিপাইবাজার এলাকায় পথ অবরোধ করে কংগ্রেস। জগন্নাথমন্দিরচকে নেতৃত্ব দেন শহর কংগ্রেস সভাপতি তথা কাউন্সিলর সৌমেন খান, গোলকুঁয়াচকে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস নেতা কুণাল বন্দ্যোপাধ্যায়, সিপাইবাজারে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সহ-সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায়। এ দিন সকালে এসএফআই- ও শহরে মিছিল করে। অন্য দিকে, বিকেলে প্রতিবাদ মিছিল করে শহর বিজেপি।