পূর্ব মেদিনীপুর জেলার ৪৮টি শিশুশিক্ষা কেন্দ্র ও ২৫টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ভবন তৈরির জন্য ৫ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেছে শিশু শিক্ষা মিশন। প্রতিটি শিশুশিক্ষা কেন্দ্রের বাড়ি তৈরির জন্য ৬ লক্ষ ২১ হাজার টাকা করে বরাদ্দ হয়েছে। আর জেলার বন্যাপ্রবণ এলাকায় থাকা ৬টি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের প্রতিটির জন্য বরাদ্দ হয়েছে ১১ লক্ষ ৫৯ হাজার টাকা। সাধারণ এলাকায় থাকা ১৯টি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শ্রেণিকক্ষ তৈরির জন্য জন্য ৮ লক্ষ ১ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন জানান, ‘‘গত ফেব্রুয়ারি মাসে জেলার ২৭৪টি শিশুশিক্ষা কেন্দ্র ও ১৭টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শ্রেণিকক্ষ নির্মাণের জন্য মোট ২০ কোটি ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। এরমধ্যে এখনও পর্যন্ত ৭৭টি শিশু শিক্ষা কেন্দ্র ও সাতটি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শ্রেণিকক্ষ তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। বাকিগুলির কাজ চলছে। নতুন করে জেলার ৪৮টি শিশুশিক্ষা কেন্দ্র ও ২৫টি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে।’’