Advertisement
E-Paper

স্মারকলিপি

রাজ্যের সমস্ত শিশু শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বাস্তব সম্মত বেতন কাঠামো, স্থায়ীকরণ-সহ পাঁচ দফা দাবিতে কাঁথির সাংসদের কাছে স্মারকলিপি দিলেন শিক্ষক শিক্ষিকারা।

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪১

রাজ্যের সমস্ত শিশু শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বাস্তব সম্মত বেতন কাঠামো, স্থায়ীকরণ-সহ পাঁচ দফা দাবিতে কাঁথির সাংসদের কাছে স্মারকলিপি দিলেন শিক্ষক শিক্ষিকারা। শনিবার রাজ্য এসএসকে ও এমএসকে টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিশির অধিকারীর কাছে স্মারকলিপি তুলে দেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি জাকির হোসেন, কার্যকরী সভাপতি বিকাশ বারিক ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান। সংগঠনের দাবি, রাজ্যের ১৬,১০০ টি শিশুশিক্ষা কেন্দ্রে প্রায় ৪৫হাজার ৬৫৩জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন, অন্যদিকে ১৯২০টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে প্রায় ৮৭১৫ জন শিক্ষক শিক্ষিকা কর্মরত। মুখ্যমন্ত্রী ২০১১ সালে ঘোষণা করেছিলেন রাজ্যের শিক্ষা দফতরের অধীনে এনে শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণের কথা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy