Advertisement
E-Paper

সত্‌পথে দলকে এগিয়ে নিয়ে যেতে কর্মীদের আহ্বান তৃণমূল সাংসদের

সারদা-কাণ্ডে একের পর এক দলীয় নেতার নাম জড়িয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছে তৃণমূল। ‘সততা’র প্রতীকে দাগ লাগতে শুরু করেছে। এই পরিস্থিতিতে মেদিনীপুরে এসে দলীয় কর্মীদের সত্‌পথে চলার পরামর্শ দিলেন অভিনেত্রী-সাংসদ সন্ধ্যা রায়। তাঁর কথায়, “আজকে এই মুহূর্তে আসুন সকলে অঙ্গীকার করি, সকলে এক হয়ে সত্‌পথে ভাল ভাবে এই তৃণমূল দলকে এগিয়ে নিয়ে যাব।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৪ ০১:০৪

সারদা-কাণ্ডে একের পর এক দলীয় নেতার নাম জড়িয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছে তৃণমূল। ‘সততা’র প্রতীকে দাগ লাগতে শুরু করেছে। এই পরিস্থিতিতে মেদিনীপুরে এসে দলীয় কর্মীদের সত্‌পথে চলার পরামর্শ দিলেন অভিনেত্রী-সাংসদ সন্ধ্যা রায়। তাঁর কথায়, “আজকে এই মুহূর্তে আসুন সকলে অঙ্গীকার করি, সকলে এক হয়ে সত্‌পথে ভাল ভাবে এই তৃণমূল দলকে এগিয়ে নিয়ে যাব।”

বৃহস্পতিবার মেদিনীপুরের বিদ্যাসাগর হলে পশ্চিম মেদিনীপুর জেলা মহিলা তৃণমূলের রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই এসেছিলেন সন্ধ্যাদেবী। সাংসদ ছাড়াও ছিলেন জেলা তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা বিধায়ক মৃগেন মাইতি, দলের জেলা সভাপতি দীনেন রায়, চার জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোত্‌ ঘোষ, নির্মল ঘোষ, আশিস চক্রবর্তী এবং চূড়ামণি মাহাতো, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, যুব তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক শ্রীকান্ত মাহাতো প্রমুখ।

ইতিমধ্যে সিবিআইয়ের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। এ দিনের অনুষ্ঠানেও তৃণমূলের অধিকাংশ নেতা-নেত্রী অভিযোগ করেন, দলের বিরুদ্ধে কুত্‌সা-অপপ্রচার চলছে। সভায় মিনিট দুয়েক বক্তব্য রাখেন মেদিনীপুরের সাংসদ সন্ধ্যাদেবী। দলের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে অভিযোগ করার পাশাপাশি তিনি কর্মীদের একসঙ্গে থেকে কাজ করার পরামর্শ দেন। কুত্‌সা-অপপ্রচারের বিরুদ্ধে কর্মীদের প্রতিবাদে নামারও আহ্বান জানান কাবেরীদেবী। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কেউ যদি উল্টোপাল্টা কথা বলে সে সিপিএম হোক কিংবা বিজেপি, সকলে মিলে তার জবাব দিতে হবে।”

লোকসভা ভোটের পরে পশ্চিম মেদিনীপুরে বিজেপির সক্রিয়তা বাড়তে শুরু করেছে। গেরুয়া-শিবিরের উত্থানে উদ্বিগ্ন তৃণমূলও। দলের জেলা নেতৃত্ব প্রকাশ্যে এ কথা না মানতে চাইলেও দলেরই এক সূত্রে খবর, জঙ্গলমহলের এই জেলায় বিজেপির বাড়বাড়ন্ত ঠেকাতে দলের অন্দরে রণকৌশল ঠিক করা হচ্ছে। বাড়তি নজর দেওয়া হচ্ছে সংগঠনে। এই পরিস্থিতিতে অগস্টের শেষে মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী বদল হয়। আগে এই পদে ছিলেন উত্তরা সিংহ। উত্তরাদেবী সভাধিপতি হওয়ার পরে প্রশাসনিক কাজকর্ম সামলে সংগঠনে সময় দিতে পারছিলেন না। তাঁকে সরিয়ে মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী করা হয়েছে কাবেরী চট্টোপাধ্যায়কে। দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবারই প্রথম মেদিনীপুরে বিভিন্ন ব্লকের কর্মীদের নিয়ে সম্মেলন করলেন জেলা পরিষদের শিশু ও নারী উন্নয়ন কর্মাধ্যক্ষ কাবেরীদেবী।

সম্মেলন থেকে কর্মীদের কিছু নির্দেশও দিয়েছেন জেলা নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, প্রতিটি ব্লকে বিজেপি সরকারের জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করতে বলা হয়েছে। জানানো হয়েছে, আরও বেশি করে পাড়া বৈঠক করতে হবে। এলাকার প্রতিদিনের সাংগঠনিক পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। জনসংযোগ ব্যাপক ভাবে বাড়াতে হবে। বাড়ি-বাড়ি, রাস্তায়-রাস্তায় মানুষের কাছে যেতে হবে। শান্ত, নম্র, ভদ্র ব্যবহার করতে হবে। সর্বোপরি পঞ্চায়েতে স্বচ্ছতা-সততা বজায় রেখে কাজ করতে হবে।

এ দিন খড়্গপুরে রেল এলাকার নানা সমস্যা নিয়ে রেলের ডিভিশনাল ম্যানেজারের সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ সন্ধ্যা রায়। বৃহস্পতিবার খড়্গপুরের তৃণমূলের একটি কর্মসূচি উপলক্ষে এসে তিনি ডিআরএম অফিসে যান। হকারদের কথা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভেবে দেখার জন্য রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানান সাংসদ। অবশ্য রেলের হকার উচ্ছেদের বিষয়ে ডিআরএম গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, “হকার উচ্ছেদ নিয়ে রেলমন্ত্রক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।”

tmc mp medinipur sandhya roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy