মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ছাত্র সংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। সোমবার ছিল ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নের দিন। ১৮টি আসনে মনোনয়ন দাখিল করেছেন টিএমসিপি সমর্থিত প্রার্থীরা। অন্য কোনও ছাত্র সংগঠনের সমর্থিত প্রার্থী মনোনয়ন দাখিল করেননি। ছাত্র সংসদ নির্বাচনের দিন ধার্য্য ছিল আগামী ১১ সেপ্টেম্বর। কোনও আসনে একাধিক প্রার্থী না থাকায় ওই দিন অবশ্য আর নির্বাচনের প্রয়োজন নেই। যাঁরা মনোনয়ন দাখিল করেছেন, তাঁদেরই জয়ী বলে ঘোষণা করা হবে। এ বার জেলার বেশির ভাগ কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে টিএমসিপি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও তারা একাধিপত্য ধরে রাখে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় টিএমসিপি। সেই একই পথে ফের মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূলের ছাত্র সংগঠন। টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, “হোমিওপ্যাথি মেডিক্যালের ১৮টি আসনে শুধু আমাদের প্রার্থীরাই মনোনয়ন পেশ করেছেন।” সন্ত্রাসের জন্যই কি বিরোধী সংগঠন প্রার্থী দিতে পারেনি? টিএমসিপির জেলা সভাপতির জবাব, “সন্ত্রাসের প্রশ্ন আসছে কি করে? ওরা (বিরোধীরা) সারা বছর ছাত্রছাত্রীদের পাশে থাকে না। আমরা সারা বছর ছাত্রছাত্রীদের পাশে থাকি। তাই ছাত্রছাত্রীরাও আমাদের পাশে থাকেন।” তাঁর মন্তব্য, “বিরোধীরা যদি প্রার্থী খুঁজে না পায় তো আমরা কী করব!”