Advertisement
E-Paper

হলদিয়ায় আইএনটিটিইউসির দ্বন্দ্ব

সম্মেলনের জন্য চাঁদা তোলাকে কেন্দ্র করে ফের তৃণমূলের শ্রমিক সংগঠন (আইএনটিটিইউসি)-এর কোন্দল প্রকাশ্যে এল। এ বার দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের হলদিয়া ডিপোয়। সংগঠনেরই একটি গোষ্ঠী অন্য গোষ্ঠীর বিরুদ্ধে চাঁদার জুলুমের অভিযোগ এনেছে। এ ক্ষেত্রে জুলুমকারীরা আইএনটিটিইউসির সভানেত্রী দোলা সেনের অনুগামী এবং অভিযোগকারীরা সংগঠনের শীর্ষনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের অনুমাগী বলে পরিচিত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৪ ০০:১৯

সম্মেলনের জন্য চাঁদা তোলাকে কেন্দ্র করে ফের তৃণমূলের শ্রমিক সংগঠন (আইএনটিটিইউসি)-এর কোন্দল প্রকাশ্যে এল। এ বার দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের হলদিয়া ডিপোয়।

সংগঠনেরই একটি গোষ্ঠী অন্য গোষ্ঠীর বিরুদ্ধে চাঁদার জুলুমের অভিযোগ এনেছে। এ ক্ষেত্রে জুলুমকারীরা আইএনটিটিইউসির সভানেত্রী দোলা সেনের অনুগামী এবং অভিযোগকারীরা সংগঠনের শীর্ষনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের অনুমাগী বলে পরিচিত। মঙ্গলবারের চাঁদার জুলুমের পর অবশ্য কোথাও অভিযোগ দায়ের হয়নি।

রাজ্যজুড়েই বিভিন্ন শিল্প সংস্থায় আইএনটিটিইউসির একাধিক শাখা ঘিরে যে দ্বন্দ্ব ও জটিলতা তৈরি হচ্ছে, তার সমাধানে সোমবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের সঙ্গে কথা বলেছেন শোভনদেব।

শোভন-অনুগামী সংগঠনটির হলদিয়া ডিপোর সম্পাদক শ্যামল সরকারের অভিযোগ, “এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের তরফে সম্মেলনের জন্য সব কর্মীদের থেকে জোর করে পাঁচশো থেকে হাজার টাকা চাঁদা নেওয়া হচ্ছে।” পরিবহণ নিগম সূত্রে খবর, হলদিয়া ডিপোয় শতাধিক কর্মী রয়েছেন। সিটু অনুমোদিত জনা পনেরো কর্মী ছাড়া সকলেই আইএনটিটিইউসির সমর্থক। হলদিয়ায় এই শ্রমিক সংগঠনের ‘এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’ এবং ‘এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন’ নামে সমান্তরাল দু’টি সংগঠন রয়েছে। প্রথমটি শোভনদেব চট্টোপাধ্যায় এবং দ্বিতীয়টি রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়নের সভানেত্রী দোলা সেন অনুগামী। সূত্রের খবর, দোলার-অনুগামীদের ডাকেই সম্মেলন হচ্ছে। আজ, বুধবার কলকাতার ওই সম্মেলনে থাকার কথা পরিবহণ মন্ত্রী মদন মিত্র, মন্ত্রী স্বপন দেবনাথ এবং দোলা সেনের।

অতিরিক্ত চাঁদা তোলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সংগঠনের হলদিয়া ডিপোর সাধারণ সম্পাদক শেখ আবু মুসা।

haldia inttuc conflict haldia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy