মুম্বইয়ে কাজে গিয়ে নিখোঁজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের এক পরিযায়ী শ্রমিক। বাবাই সর্দার নামে বছর ছাব্বিশের ওই শ্রমিকের পরিবারের দাবি, মুম্বইয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বাংলাভাষী হওয়ার জন্যই বাবাই গ্রেফতার হয়েছেন বলে দাবি পরিবারের।
বাবাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত জুলপিয়া গ্রামের বাসিন্দা। বছর দুয়েক আগে তিনি মুম্বইয়ে গিয়েছিলেন কাজের সন্ধানে। পরিবার সূত্রে খবর, গত শুক্রবার শেষবারের মতো বাবাইয়ের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে ফোনে। তার পর থেকেই যুবকের ফোন বন্ধ। নানা জায়গায় খোঁজখবর করেও তাঁর সন্ধান মেলেনি। মা রিতা সর্দার বলেন, ‘‘মুম্বইয়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের যে ভাবে নিশানা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, এমনকি বাংলাদেশি বলে চিহ্নিত করে গ্রেফতারও করা হচ্ছে, আমাদের ছেলেও সেই ফাঁদে পড়েছে।’’
বাবা দেবু সর্দারের দাবি, সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে বাবাইকে তাঁরা আটক অবস্থায় দেখেছেন। কিন্তু কোন থানায় রাখা হয়েছে, কী অভিযোগে আটকে রাখা হয়েছে, সে বিষয়ে তাঁদের কিছুই জানানো হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক এবং স্থানীয় বিধায়ক দিলীপ মণ্ডলের কাছে ছেলেকে ঘরে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন বাবা।
বিষ্ণুপুরের বিধায়ক, রাজ্যের পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল বলেন, ‘‘বিজেপি ঠিক কী চাইছে, আমরা বুঝতে পারছি না। আগে ধর্মে ধর্মে হানাহানির কথা বলত। এখন প্রাদেশিকতার কথা বলে বাংলা বিরোধিতায় নেমেছে ওরা। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয়ে যাবে? এ কেমন বিচার? আমাদের এক দিকে লক্ষ্য যেমন, অত্যাচারিতের পাশে দাঁড়িয়ে তাঁকে পূর্ণ সম্মান দিয়ে ঘরে ফিরিয়ে আনা। তেমনই বিজেপির এই বিভেদমূলক রাজনীতির সর্বস্তরে লড়াই করাও আমাদের লক্ষ্য। আমরা এটুকু বলতে পারি, আজ ওরা দেশে যে আগুন লাগিয়েছে, সেই আগুনে ওরাই একদিন পুড়ে ছারখার হয়ে যাবে।’’