E-Paper

যুব নেতৃত্ব থেকে সরছেন মীনাক্ষী, থাকছে ‘ছায়া’

বহরমপুরের রবীন্দ্র সদনে আজ, শনিবার থেকে শুরু হতে চলেছে ডিওয়াইএফআইয়ের ২০তম রাজ্য সম্মেলন। সব ঠিকমতো চললে, রাজ্য সম্মেলনের শেষ দিনের মঞ্চ থেকেই যুব সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন মীনাক্ষী।

সন্দীপন চক্রবর্তী

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ০৫:৩৪
ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলন উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনালের অনুষ্ঠানে মীনাক্ষী মুখোপাধ্যায়। আছেন ধ্রুবজ্যোতি সাহা (বাঁ দিকে)।

ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলন উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনালের অনুষ্ঠানে মীনাক্ষী মুখোপাধ্যায়। আছেন ধ্রুবজ্যোতি সাহা (বাঁ দিকে)। —নিজস্ব চিত্র।

যুব সংগঠনে প্রত্যাশিত ভাবেই ইনিংস শেষ হতে চলেছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের। তবে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিলেও সিপিএমের যুব সংগঠনে তাঁর ‘ছায়া’ আপাতত ধরে রাখতে পারে সিপিএম।!

বহরমপুরের রবীন্দ্র সদনে আজ, শনিবার থেকে শুরু হতে চলেছে ডিওয়াইএফআইয়ের ২০তম রাজ্য সম্মেলন। সব ঠিকমতো চললে, রাজ্য সম্মেলনের শেষ দিনের মঞ্চ থেকেই যুব সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন মীনাক্ষী। যিনি এখন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য। তার পাশাপাশি, দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে কোচবিহার ও পশ্চিম বর্ধমান জেলার (তাঁর নিজের জেলা) দায়িত্বপ্রাপ্ত। সিপিএম সূত্রের খবর, মীনাক্ষীর জায়গায় ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক পদে আসতে পারেন সংগঠনের বিদায়ী সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। গত কয়েক বছরে মীনাক্ষীর সঙ্গে মসৃণ সমন্বয় রেখেই কাজ করেছেন ধ্রুবজ্যোতি, রাজ্যের নানা প্রান্তে নানা ঘটনায় তাঁদের একসঙ্গেই দেখা গিয়েছে। সিপিএম সূত্রের মতে, তাঁর মাধ্যমেই মীনাক্ষীর সঙ্গে যুব সংগঠনের যোগসূত্র থেকে যাবে। মুর্শিদাবাদের ভূমিপুত্র ধ্রুবজ্যোতির জায়গায় নতুন রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে আছেন পূর্ব বর্ধমানের এক ডিওয়াইএফআই নেতা। সেই দিক থেকে দেখলে মীনাক্ষী-ধ্রুবজ্যোতির পরে নতুন জুটিতে ‘মুর্শিদাবাদ-বর্ধমান’ লাইনও থেকে যাবে!

ডিওয়াইএফআইয়ের রাজ্য নেতৃত্বে এসে মীনাক্ষী প্রথমে সংগঠনের রাজ্য সভানেত্রীই হয়েছিলেন। তখন যুব সংগঠনে রাজ্য সম্পাদক ছিলেন সায়নদীপ মিত্র। পরে মীনাক্ষী রাজ্য সম্পাদক হন। এখন একই ভাবে রাজ্য সভাপতিকে রাজ্য সম্পাদক পদে নিয়ে আসার পরিকল্পনা হয়েছে। শ্রমিক সংগঠন সিটুর সদ্যসমাপ্ত রাজ্য সম্মেলনেও বিদায়ী রাজ্য সম্পাদক অনাদি সাহুকে রাজ্য সভাপতির দায়িত্বে নিয়ে আসা হয়েছে। সিপিএম সূত্রের ব্যাখ্যা, সংগঠনের শীর্ষ নেতৃত্বে পুরোপুরি নতুন মুখ না-এনে পুরনো ও নতুনের সমন্বয় রাখা হচ্ছে এই পথে। বিশেষত, বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ গণ-সংগঠনে বড় ঝাঁকুনি দিতে চাইছে না আলিমুদ্দিন স্ট্রিট। তবে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের বক্তব্য, ‘‘নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। দলে এবং গণ-সংগঠনে কাজের নিরিখে গণতান্ত্রিক ভাবেই নেতৃত্ব নির্বাচিত হন, এখনও তা-ই হচ্ছে ও হবে।’’

‘স্থায়ী কাজ ও ইনসাফের দাবি’কে সামনে রেখে বহরমপুরে ডিওয়াইএফআইয়ের তিন দিনের রাজ্য সম্মেলনের জন্য প্রস্তুতি তুঙ্গে। ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে জনসংযোগের জন্য নানা কর্মসূচি হয়েছে, সম্মেলন উপলক্ষে বার্তা দিয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, দেবদূত ঘোষ-সহ নানা ব্যক্তিত্ব। সম্মেলন উপলক্ষে সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সূত্রের খবর, দলের রাজ্য নেতৃত্বের তরফে সেলিমের হাতেই যুব ফ্রন্টের দায়িত্ব থাকবে কি না, তা চূড়ান্ত হবে আগামী ২৩ -২৪ জুন সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

CPIM DYFI Minakshi Mukherjee

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy