Advertisement
০৪ মে ২০২৪

বাবুল, মুকুল না দিলীপ, রাজ্য থেকে মন্ত্রী কারা? তুঙ্গে জল্পনা

গত বার পশ্চিমবঙ্গ থেকে দু’টি আসনে জিতেছিল বিজেপি। দুই সাংসদই মন্ত্রী ছিলেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মে ২০১৯ ০২:৫২
Share: Save:

লোকসভা নির্বাচনে ভাল ফল হয়েছে, সামনেই বিধানসভা নির্বাচন। বাংলা তাই মন্ত্রকের দৌড়ে নরেন্দ্র মোদীর নেকনজরে থাকতে চলেছে বলে ধারণা রাজ্য বিজেপির।

গত বার পশ্চিমবঙ্গ থেকে দু’টি আসনে জিতেছিল বিজেপি। দুই সাংসদই মন্ত্রী ছিলেন। এ বার ১৮টি আসন জিতে নিয়েছেন মোদী। তাই রাজ্য থেকে অন্তত দু-তিন জন পূর্ণমন্ত্রী এবং সমসংখ্যক প্রতিমন্ত্রী মিলবে বলে জল্পনা। কেন্দ্রীয় বিজেপির একটি সূত্রের মতে, পূর্ণ ও প্রতিমন্ত্রী মিলিয়ে বাংলার জন্য পাঁচ-ছ’টি মন্ত্রকের কথা ভাবনায় আছে।

বিজেপি সূত্রের দাবি, পূর্ণমন্ত্রীর দৌড়ে রয়েছেন আগের মন্ত্রিসভার দুই জয়ী প্রার্থী বাবুল সুপ্রিয় ও সুরেন্দ্র অহলুওয়ালিয়ার মধ্যে অন্তত এক জন। সে ক্ষেত্রে অন্য পূর্ণমন্ত্রী হতে পারেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু রাজ্য বিজেপির একটি সূত্রের দাবি, বিধানসভা ভোটের আগে দিলীপ কেন্দ্রে মন্ত্রিত্বের চেয়ে রাজ্যে থেকে সংগঠন বাড়াতে আগ্রহী। তিনি না হলে পূর্ণমন্ত্রী হিসাবে উঠে আসতে পারে মুকুল রায়ের নাম। ইউপিএ আমলে মুকুল রেলমন্ত্রী থাকায় তাঁকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া সম্ভব নয়। অন্য দিকে প্রতিমন্ত্রী হিসাবে নাম উঠেছে বাঁকুড়ার সুভাষ সরকারের। উত্তরবঙ্গে এ বার খুব ভাল ফল করেছে বিজেপি। কোচবিহারের নিশীথ প্রামাণিক বা রায়গঞ্জের দেবশ্রী চৌধুরীর নাম তাই জল্পনায়। বিজেপি নেতৃত্ব মনে করছেন, দেবশ্রীকে মন্ত্রী করলে রাজ্যের নারীদেরও বার্তা দেওয়া যাবে। তবে দেবশ্রীর সঙ্গে পাল্লা দিচ্ছেন হুগলির লকেট চট্টোপাধ্যায়ও। খড়্গপুর আইআইটির প্রাক্তন অধ্যাপক ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রমের নামও দৌড়ে রয়েছে। পাহাড়কে বার্তা দিতে দার্জিলিঙের রাজু সিংহ বিস্তাকেও মন্ত্রী করার ভাবনা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Oath ceremony
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE