Advertisement
১৮ মে ২০২৪
West Bengal SSC Scam

‘নিয়োগ দুর্নীতি’র টাকার বিনিয়োগ টলিউডে? হুগলির শাহিদ গ্রেফতার হওয়ায় প্রশ্ন তদন্তকারীদের

আরামবাগের দাপুটে তৃণমূল নেতা বলেই পরিচিত শাহিদ। হুগলি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন। স্থানীয় সূত্রে দাবি, রাজ্যে পালাবদলের পরেই ইমাম পরিবারের রকেট গতিতে উত্থান হতে থাকে।

শাহিদ ইমাম। নিজস্ব ছবি।

শাহিদ ইমাম। নিজস্ব ছবি।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩১
Share: Save:

নিয়োগে ‘দুর্নীতি’র অভিযোগে বাগদার ‘রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডলের সঙ্গে শুক্রবার গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা হিসাবে পরিচিত হুগলির শাহিদ ইমামও। সিবিআই সূত্রে খবর, এই শাহিদ টলিপাড়ায় খ্যাত শুভম নামে। তিনি কয়েকটি বাংলার ছবির প্রযোজনার সঙ্গেও যুক্ত। তদন্তকারীদের হাতে এই তথ্য আসার পরেই প্রশ্ন উঠছ, তা হলে কি শাহিদ ‘চাকরি চুরি’র টাকা টলিউডে বিনিয়োগ করেছেন?

আরামবাগের দাপুটে তৃণমূল নেতা বলেই পরিচিত শাহিদ। হুগলি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন। স্থানীয় সূত্রে দাবি, বাম আমলে শাহিদের বাবা হাসান ইমামও তৃণমূলের টিকিটে বিধানসভা ও লোকসভা ভোটের প্রার্থী হয়েছিলেন। এক সময় আরামবাগের মুথাডাঙায় শাহিদদের ওষুধের দোকান ছিল। রাজ্যে পালাবদলের পরেই ইমাম পরিবারের রকেট গতিতে উত্থান হতে থাকে। হাওড়ার উদয়নারায়ণপুরের খলৎপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরিও পান শাহিদ। পাশাপাশি, শাসকদলের নেতা হিসাবে তাঁর প্রভাব বিস্তার ঘটতে থাকে।

কেন্দ্রীয় গোয়েন্দারা অনুসন্ধান করে জানতে পেরেছেন, আরামবাগে বিলাসবহুল বাড়ি ছাড়াও কলকাতা ও মুম্বইয়ে একাধিক ফ্ল্যাট রয়েছে শাহিদের। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে টলিউডেও পা রাখেন তৃণমূল নেতা। অভিনয়ের পাশাপাশি কয়েকটি বাংলা ছবির প্রযোজনা করেছেন। শুধু টলিউডই নয়, বলিউডেও শাহিদের বেশ কয়েক মিউজ়িক ভিডিয়ো মুক্তি পেয়েছে বলে তদন্তকারীদের সূত্রে দাবি।

সিবিআই কর্তাদের একাংশের অনুমান, চাকরি বিক্রির কোটি কোটি থাকা বাংলা ছবিতে ঢালা হয়ে থাকতে পারে। সেই দিকটিও খতিয়ে দেখা হবে বলে খবর কেন্দ্রীয় সংস্থা সূত্রে।

শাহিদের গ্রেফতারি নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। স্থানীয় বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘হাসান ইমাম ভাল মানুষ। তাঁর সম্মান মাটিতে মিশিয়ে দিলেন শাহিদ ইমাম। উনি গরিবের টাকা লুট করেছেন। সিবিআইকে অনুরোধ করব যাতে, আইন অনুযায়ী পদক্ষেপ করা হয়।’’

সিপিএম নেতা পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূলের আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। ছোটখাটোদের ধরে কিছু হবে না। মাথাদের টেনে আনা হোক।’’

অন্য দিকে, আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বলেন, ‘‘বিষয়টি বিচরাধীন। তাই মন্তব্য করব না। তবে দল কোনও অন্যায়কে প্রশ্রয় দেবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal SSC Scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE