Advertisement
E-Paper

নাকতলার পুজো নিয়ে ফের খোঁচা

নাকতলা উদয়নের অন্যতম পৃষ্ঠপোষক তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই পুজোকমিটি অর্থলগ্নি সংস্থার বিজ্ঞাপন নেয় বলে দু’সপ্তাহ আগেই অভিযোগ করেছিলেন মুকুল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ০৩:৪০
মুকুল রায়।

মুকুল রায়।

নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপুজোয় বেআইনি লগ্নি সংস্থার সঙ্গে লেনদেনের অভিযোগ ফের তুললেন মুকুল রায়।

নাকতলা উদয়নের অন্যতম পৃষ্ঠপোষক তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই পুজোকমিটি অর্থলগ্নি সংস্থার বিজ্ঞাপন নেয় বলে দু’সপ্তাহ আগেই অভিযোগ করেছিলেন মুকুল। শনিবার বিজেপির রাজ্য দফতরে মুকুল বলেন, ‘‘সেবির কালো তালিকাভুক্ত প্রয়াগ, আইকোর, এমপিএস, ভিবজিওর নাকতলার পুজোয় কর্পোরেট পার্টনার।’’ একটি সংবাদপত্রে পার্থবাবুর সঙ্গে একটি অর্থ লগ্নি সংস্থার মালিকের ছবি দেখিয়ে মুকুল এ দিন কটাক্ষ করেন, ‘‘শ্রীমান পার্থকুমার চট্টোপাধ্যায় বাচ্চা ছেলে। অপরিণত। সাবালক হলে এ কাজ করতেন না! সাবালক নন বলেই ভুল করে ফেলেছেন!’’ যদিও এই পুজো কমিটির সভাপতি বাপ্পাদিত্য দাশগুপ্ত দাবি করেন, ‘‘পুজোর জন্য বিজ্ঞাপন সংস্থার মারফৎ যাবতীয় বিজ্ঞাপন নেওয়া হয়। বিজ্ঞাপনদাতাদের মধ্যে কোনও সংস্থা চিটফান্ড কি না, তা আমরা জানতাম না! তবে ২০১৩ সালের পর থেকে চিটফান্ড নিয়ে বিতর্ক শুরু হওয়ায় আমরা সতর্ক হয়েছি। এখন খোঁজখবর না নিয়ে আমরা কারও বিজ্ঞাপন নিই না।’’

Naktala Udayan Sangha Mukul Roy মুকুল রায় নাকতলা উদয়ন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy