Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Murshidabad

Kandi Boy: মানুষকে সেবার ব্রত নিয়ে সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় জেলায় প্রথম মুর্শিদাবাদের অঙ্গন

ছেলের সাফল্যে খুশি অঙ্গনের মা কৃষ্ণা বলেন, ‘‘একাদশ শ্রেণি থেকেই প্রস্তুতি শুরু করেছিল। ছেলের আজকের সাফল্যে অনেকটা অবদান ওঁর বাবার।’’

মুর্শিদাবাদে সম্ভাব্য প্রথম অঙ্গন মণ্ডল।

মুর্শিদাবাদে সম্ভাব্য প্রথম অঙ্গন মণ্ডল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কান্দি শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ১৪:৫০
Share: Save:

সর্বভারতীয় স্তরে ডাক্তারি পরীক্ষায় মুর্শিদাবাদ জেলায় সম্ভাব্য প্রথম কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের ছাত্র অঙ্গন মণ্ডল। বুধবার ফল প্রকাশ হলে দেখা যায়, মুর্শিদাবাদ জেলায় প্রথম হয়েছে কান্দি পেট্রল পাম্প এলাকার বাসিন্দা অঙ্গন। পূর্ণ মান ৭২০-এর মধ্যে ৬৮৬ নম্বর পেয়েছে সে। সেই মুর্শিদাবাদ জেলায় সম্ভাব্য প্রথম। এ বছর উচ্চ মাধ্যমিকে ৪৮৫ নম্বর পেয়েছে অঙ্গন। উচ্চ মাধ্যমিকে অঙ্ক, পদার্থবিদ্যা ও রসায়নে ৯৯ পেয়েছে। এ বার তাঁর ইচ্ছে, দিল্লির এমস-এ ডাক্তারি পড়া।

মুর্শিদাবাদ জেলায় সম্ভাব্য প্রথম অঙ্গন ভবিষ্যতে কার্ডিওলজি বা নিউরোলজি নিয়ে পড়তে চায়। উদ্দেশ্য সাধারণ মানুষের সেবা করা।

পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালবাসে অঙ্গন। বাবা সুজনরঞ্জন মণ্ডল পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। মা, কৃষ্ণা মণ্ডল ছেলের সাফল্যে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘‘মেডিক্যাল পরীক্ষায় সুযোগ পাওয়ার জন্য একাদশ শ্রেণি থেকেই প্রস্তুতি শুরু করেছিল ছেলে। বাবা নিজের কাজ ফেলে অঙ্গনকে নিয়ে পড়ে থাকতেন। আজ যে সাফল্য ছেলে পেয়েছে, তাতে অনেকটা অবদান ওঁর বাবার। আমরা খুব খুশি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murshidabad NEET Kandi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE