মাসখানেক আগে নিউ টাউনে হজ হাউসের উদ্বোধন করে তিনি জানিয়ে দিয়েছিলেন, তাঁর হাতে আর কোনও কাজ নেই। সব সেরে ফেলেছেন। এ বার নতুন করে ভাবতে হবে।
আর শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, তাঁর কাজ গবেষণার বিষয় হয়ে গিয়েছে। এ দিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘এত স্বল্প সময়ে এত কাজ কেউ কোনও দিন করতে পারবে কি না, আমার সন্দেহ আছে। এটা নিয়ে গবেষণার দরকার। আমার সরকারের কাজ গবেষণার বিষয় হয়ে গিয়েছে।’’
এর আগেই অবশ্য নিজের সরকারের কৃতিত্ব জানান দিতে গিয়ে বিনয়ের আড়াল রাখতে প্রবচন আওড়ান মমতা, ‘নিজে যারে বড় বলে বড় সে নয়…..।’ তার পরেই বলে যেতে থাকেন, গত সাড়ে চার বছরে তিনি কী কী কাজ করেছেন। আগের বাম সরকার যে উন্নয়নের মাপকাঠিতে তাঁর কাছে সর্ব অর্থেই পিছিয়ে, কাজের খতিয়ান পেশ করে সেই দাবিই করেন মুখ্যমন্ত্রী।
নিজেকে দরাজ সার্টিফিকেট দিতে মমতা কার্পণ্য করেছেন, এমন অভিযোগ অবশ্য কখনও ওঠেনি। ২০১১ সালে ক্ষমতায় আসার এক বছরের মাথায় বলেছিলেন, তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রেও একই দাবি ছিল তাঁর। সেই শুরু। তার পরে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা নাগাড়ে বলে চলেছেন, তাঁর সরকার চার বছরে যা কাজ করেছে, চারশো বছরেও কেউ তা করতে পারবে না।