সোমবার, ৩১ মে, সকাল ১০টায় দিল্লিতে তলব করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। নর্থ ব্লকে কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ মন্ত্রকে তাঁর হাজিরা দেওয়ার কথা। তিনি কি এই বদলির নির্দেশ মতো সোমবার পৌঁছে যাবেন? না কি নতুন কোনও মোড় অপেক্ষা করছে এই বিতর্কিত পর্বে? পরিস্থিতি কিন্তু এখনও স্পষ্ট নয়।
নবান্ন সূত্রের খবর, রবিবার বিকেল পর্যন্ত আলাপনকে দিল্লি যাওয়ার প্রয়োজনীয় ছাড়পত্র দেয়নি রাজ্য সরকার। এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে কেন্দ্রীয় সরকারও তাদের নির্দেশ প্রত্যাহার করেনি।
৩১ মে-ই ছিল আলাপনের কর্মজীবনের শেষ দিন। কিন্তু রাজ্য সরকার কেন্দ্রের কাছে মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আবেদন জানালে, তাতে সায় দেয় নরেন্দ্র মোদীর সরকার। ৩ মাসের এক্সটেনশন পান আলাপন। গত শুক্রবার কলাইকুন্ডা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর ডাকা ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনা বৈঠকে হাজির থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু দু’জনের কেউই ওই বৈঠকে যোগ দেননি। মুখ্যমন্ত্রী বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিপর্যয়ে ক্ষয়ক্ষতির খতিয়ান পেশ করেন। সঙ্গে ছিলেন মুখ্যসচিবও। তার কয়েক ঘণ্টার মধ্যে আলাপনকে দিল্লিতে তলব করে কেন্দ্র।