Advertisement
E-Paper

গঙ্গাসাগরে সেতু নির্মাণে ফের উদ্যোগী নবান্ন, মুড়িগঙ্গার উপর সেতু বাঁধতে শর্ত শিথিল করে ফের টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু

মকরসংক্রান্তিতে সাগরদ্বীপে প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় লক্ষ লক্ষ তীর্থযাত্রী পুণ্যস্নান করতে আসেন। কলকাতা থেকে কাকদ্বীপের লট-৮ পর্যন্ত পৌঁছোনোর পর তাদের একমাত্র ভরসা হয় নৌপথ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৫:০৬
Nabanna to call for tenders again to build a bridge over Muriganga to reach Gangasagar

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সাগরদ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে বহুপ্রতীক্ষিত গঙ্গাসাগর সেতু প্রকল্পে ফের গতি আনতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, মুড়িগঙ্গা নদীর উপর এই সেতু নির্মাণের জন্য রাজ্যের পূর্ত দফতর খুব শীঘ্রই নতুন করে দরপত্র আহ্বান করতে চলেছে। প্রসঙ্গত, আগেও এই সেতু নির্মাণে আগ্রহী সংস্থাগুলির জন্য টেন্ডার ডাকা হয়েছিল। তবে সেই সময় কোনও সংস্থা আগ্রহ না দেখানোয় সেই প্রক্রিয়া বাতিল করতে হয়। এ বার কিছু শর্ত শিথিল করে নতুন ভাবে দরপত্র ডাকা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

মকর সংক্রান্তিতে সাগরদ্বীপে প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় লক্ষ লক্ষ তীর্থযাত্রী পুণ্যস্নান করতে আসেন। কলকাতা থেকে কাকদ্বীপের লট-৮ পর্যন্ত পৌঁছোনোর পর তাদের একমাত্র ভরসা হয় নৌপথ। লট-৮ থেকে মুড়িগঙ্গা নদী পেরিয়ে সাগরদ্বীপের কচুবেড়িয়া পৌঁছোতে হয় যাত্রীদের। সেখান থেকে ফের বাসে চেপে যেতে হয় সাগর সঙ্গমে। সেখানে পুণ্যস্নান সেরে কপিলমুনির মন্দিরে পুজো দিতে যান তাঁরা। বার বার ভেঙে যাত্রার জন্য তীর্থযাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয়। তা ছাড়া বর্তমানে সারা বছর তীর্থযাত্রীরা গঙ্গাসাগরে যান। সে ক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাতায়াতে সমস্যা দেখা দেয়। কিন্তু গঙ্গাসাগর সেতু নির্মিত হলে সারা বছর দ্বীপের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। সহজেই তীর্থযাত্রীরা সাগর সঙ্গমে পৌঁছোতে পারবেন।

প্রস্তাবিত সেতুর দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু তীর্থযাত্রীরাই নন, উপকূলবর্তী এই অঞ্চলের সাধারণ মানুষও উপকৃত হবেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে বাড়বে পর্যটন ও ব্যবসায়িক সম্ভাবনাও। সরকারের তরফে জানা গিয়েছে, দ্রুত নতুন দরপত্র প্রকাশ করা হবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় অনুমোদনসাপেক্ষে অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। এখন দেখার, সংশোধিত শর্তের পর নতুন করে ডাকলেই আদৌ আগ্রহী সংস্থা মেলে কি না।

Gangasagar Fair Nabanna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy