Advertisement
০৪ মে ২০২৪

ভর্তির নামে প্রতারণা, ধৃত

ভিন রাজ্যের বিভিন্ন কলেজে বিএড কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে শান্তিপুর থানার পুলিশ হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা রজতশুভ্র ভট্টাচার্য, শ্রীরামপুরের বাসিন্দা চন্দন দে ও অমিত মল্লিককে গ্রেফতার করে।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ০০:৪৯
Share: Save:

ভিন রাজ্যের বিভিন্ন কলেজে বিএড কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে শান্তিপুর থানার পুলিশ হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা রজতশুভ্র ভট্টাচার্য, শ্রীরামপুরের বাসিন্দা চন্দন দে ও অমিত মল্লিককে গ্রেফতার করে।

ধৃতদের জেরা করে পুলিশের দাবি, ওই তিনজন দমদমে একটি সেন্টার খোলে। তারা বিএড, ডিএড, নার্সিং, ফার্মাসি-সহ বিভিন্ন কোর্সে ভর্তির নামে পড়ুয়াদের কাছ থেকে ৪০ থেকে ৫০ হাজার টাকা করে নিত। রীতিমতো সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ওই লোক ঠগানো কারবার গজিয়ে ওঠে। বিজ্ঞাপন দেখে নদিয়ার বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা দমদমের ওই সেন্টারে যোগ যোগাযোগ করেন। বিএডে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া হয়। ভিন রাজ্যের দু’টি বিএড কলেজের ভর্তি সংক্রান্ত কাগজপত্র দেওয়া হয় পড়ুয়াদের। গত ডিসেম্বরে ওই পড়ুয়ারা পরীক্ষা দিতে গিয়ে দেখেন, ওই কলেজের কোনও অস্তিত্বই নেই। ফিরে এসে দেখেন ভর্তি সংক্রান্ত সমস্ত কাগজপত্র জাল।

ফিরে এসে ওই পড়ুয়ারা দমদমের ওই সেন্টারে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু দেখেন, ওই সেন্টার বন্ধ। বিভিন্ন এলাকার ওই পড়ুয়ারা নিজের নিজের এলাকার থানায় ওই প্রতারণা চক্রের মাথাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। চাকদহ থানার পুলিশ এমনই এক পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে রজতশুভ্র ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল। পরে সে জামিনে মুক্তি পায়। এরই মধ্যে শান্তিপুরের এক ছাত্রী রানাঘাট আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তদের পাকড়াও করে। শুক্রবার ধৃত তিনজনকে রানাঘাট আদালতে হাজির করা হলে, বিচারক তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fraud College admissions 1 held Krishnanagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE