একটি পরিচিত লটারি সংস্থার নামে জাল টিকিট বিক্রির অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায়। সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গাড়িঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছিল। তাঁদের কাছ থেকে প্রায় তিন হাজার জাল লটারি টিকিট উদ্ধার হওয়ার পর সকলকেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম মোজাহার শেখ, মিনারুল শেখ, আরজু শেখ, মনিরুল শেখ এবং সানিরুল শেখ। সকলের বাড়ি রঘুনাথগঞ্জ থানার বিভিন্ন গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে জনপ্রিয় একটি লটারি সংস্থার নামে ঝাড়খণ্ড-সহ বেশ কয়েক’টি রাজ্য থেকে জাল টিকিট এনে সীমান্তবর্তী এলাকায় চালান করা হয়েছিল। ওই জাল টিকিটে সর্বোচ্চ পুরস্কার ২০ থেকে ২৫ হাজার টাকা ঘোষণা করা হয়।
এ ছাড়াও, নকল লটারির টিকিট বিক্রেতাদের বেশি কমিশন দেওয়ায় রঘুনাথগঞ্জ, সুতি, শমসেরগঞ্জের মতো সীমান্তঘেঁষা এলাকায় জাল লটারির ব্যবসা বেড়েছে। বহু মানুষ প্রতারিত হয়েছেন। এমন বেশ কয়েকটি অভিযোগ পেয়েছে পুলিশ।
আরও পড়ুন:
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘‘জাল লটারি ব্যবসা বরদাস্ত করা হবে না। এ জন্য সমস্ত থানায় নিয়মিত অভিযান চলছে।’’ রঘুনাথগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, ধৃতদের মঙ্গলবারই জঙ্গিপুর আদালতে হাজির করানো হয়েছে। পুলিশি জেরার পর তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের কথা জানানো হয়েছে।