—প্রতীকী চিত্র।
ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ ভাবে পারপার করার সময় সময় ছ’জনকে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী। ধৃতেরা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়েছিল।
বিএসএফ সূত্র জানা গিয়েছে, অভিযুক্তেরা দীর্ঘ সময় ধরে কলকাতা ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে থাকছিলেন কাজের সূত্রে। কিন্তু তাঁরা বৈধ ভাবে দেশে ঢোকেননি। নিজেদের দেশে ফেরার সময়েও নিয়ম ভেঙেছেন। রবিবার বাংলাদেশে ফেরার চেষ্টা করতে গেলে গেলে বিএসএফ তাঁদের আটক করে। জানা যাচ্ছে, স্বরূপনগর থানা এলাকার তারালি বিওপি ও বিথারি বিওপি এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন ছ’জন। ওই সময় টহলরত ১৪৩ নম্বর বিএসএফের সীমান্ত রক্ষীবাহিনী তাঁদের ধাওয়া করে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, কাজের সূত্রে দীর্ঘ সময় ছয় বাংলাদেশি ভারতে ছিলেন। রবিবার দালাল মারফত নিজেদের দেশে ফেরার চেষ্টা করছিলেন। বিএসএফের উপস্থিতি টের পেয়ে দালাল অবশ্য পালিয়ে যান। অন্য দিকে, স্বরূপনগর থানার পুলিশের হাতে অভিযুক্তদের হস্তান্তর করে বিএসএফ।
স্বরূপনগর থানার পুলিশ জানাচ্ছে, ধৃতদের বাড়ি বাংলাদেশের খুলনা এবং বরিশালে। সোমবার তাঁদের বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। অনুপ্রবেশের অভিযোগে বিচারক ছ’জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy