Advertisement
০৭ মে ২০২৪
Death

কান্দিতে আত্মঘাতী ব্যবসায়ী, লকডাউনে ব্যবসায় মন্দার জেরে অবসাদ বলে দাবি

সোমবার কান্দির লিচুতলার বাসিন্দা তুষার কর্মকার (৫০)-এর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। লিচুতলা বাজারে তাঁর একটি ঘড়ির দোকান।

হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তুষার কর্মকারকে।

হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তুষার কর্মকারকে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কান্দি শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৫:৫২
Share: Save:

মুর্শিদাবাদ জেলার কান্দিতে এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতের পরিবারের দাবি, লকডাউনের জেরে ব্যবসায় মন্দার কারণেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার বেলা ১২টা নাগাদ কান্দির লিচুতলার বাসিন্দা তুষার কর্মকার (৫০)-এর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। লিচুতলা বাজারে তাঁর একটি ঘড়ির দোকান রয়েছে। তুষারের ভাই অজিত কর্মকার বলেন, ‘‘দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল দাদা। একে লকডাউনের জেরে ব্যবসায় মন্দা ছিল, তার উপর বছরখানেক আগে ঋণ করে একটি অস্ত্রোপচার করান তিনি। কিন্তু সেই টাকা শোধ করতে পারেননি।’’

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তুষারের পরিবারের সদস্যদেরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Suicide Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE