বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী! জানতে পেরে মনমরাই ছিলেন নদিয়ার এক পরিযায়ী শ্রমিক। তবে এই বিষয়ে স্ত্রীকে কিছু বলেননি তিনি। অভিযোগ, স্ত্রীর পরকীয়ার কথা জানার পরে মদের সঙ্গে বিষ মিশিয়ে খেয়ে আত্মঘাতী হন ওই শ্রমিক। মৃত্যুর আগে একটি ভিডিয়োও করেছিলেন।
ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের একটি জায়গায়। ওই এলাকারই বাসিন্দা সাধন বিশ্বাস। কর্মসূত্রে দীর্ঘ দিন বাড়ি ছিলেন না তিনি। শুক্রবারই ফিরেছেন। তবে তিনি যে ফিরছেন, তা জানতই না পরিবার। রাতে ঘরের মধ্যে তাঁকে মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আত্মহত্যার আগে সাধন সমাজমাধ্যমে কয়েকটি ভিডিয়ো আপলোড করেন। সেখানে তিনি এক যুবকের নাম উল্লেখ করে বলেন “তুই আমার সংসার নষ্ট করেছিস। আমি আত্মহত্যা করছি তোর কারণে। তোরা দু’জন দু’জনকে ভালবাসিস। আমি চাই না তোর শাস্তি হোক। আমার বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার কর। ওকে ব্যবহার করে ছেড়ে দিস না।” তিনি আরও জনান, আত্মহত্যা ছাড়া তাঁর কোনও বিকল্প পথ ছিল না।
যদিও সাধনের স্ত্রী ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেছেন। তাঁর দাবি, সাধনের বাড়ি ফেরার কথা তিনি জানতেন না। তাঁর বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ সত্য নয়। সাধনের বিরুদ্ধেই পাল্টা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। সাধনের দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।