Advertisement
২৪ মে ২০২৪

কুপিয়ে খুন পুকুর থেকে তুলেই

দিন ছয়েক আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। কিন্তু সেটাই কাল হল। বাড়ি ফেরা ইস্তক হুমকি। একেবারে জানে মেরে দেবে, ভয় দেখাচ্ছিল তারই পুরনো দলের স্যাঙাৎরা।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর  শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

দিন ছয়েক আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। কিন্তু সেটাই কাল হল। বাড়ি ফেরা ইস্তক হুমকি। একেবারে জানে মেরে দেবে, ভয় দেখাচ্ছিল তারই পুরনো দলের স্যাঙাৎরা।

কিন্তু সত্যি সত্যি যে এমন হবে, ভাবতে পারেনি কেউ। শুক্রবার রাতে বাড়ি ফিরে খেতে বসেছিল সে। সবে খাওয়াদাওয়া মিটেছে, দুদ্দার করে ঘরের মধ্যে ঢুকে পড়ে দলটা। সে-ও পাত ছেড়ে উঠেই দে দৌড়। ঝাঁপ দেয় পুকুরে। কিন্তু রক্ষা মেলেনি তাতে। পুকুর থেকে টেনে তুলে কুপিয়ে খুন করা হয় বছর ছাব্বিশের মঙ্গল বিশ্বাসকে। কৃষ্ণনগর শহরের নাজিরাপাড়া রেডগেট কালীতলা এলাকার ঘটনা।

শনিবার সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে ঝোপঝাড়ের পাশ থেকে মঙ্গলের দেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মারধর করে থেতলে দেওয়া হয়েছে মুখ। শনিবার দুপুরে নিহতের বাবা অমল বিশ্বাস ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের মধ্যে বেশ কয়েক জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইতিমধ্যেই পুলিশ ওই এলাকার বাসিন্দা অজিত মণ্ডল ও বিষে দুর্লভ নামে দু’জনকে গ্রেফতার করেছে। দু’জনের নামেই একাধিক ফৌজদারি মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিজেদের মধ্যে রেষারেষির জেরেই খুন হয়েছে মঙ্গল।

কে এই মঙ্গল? অভিযুক্তরাই বা কারা? স্থানীয় সূত্রে খবর, দু’পক্ষই তৃণমূল আশ্রিত গুন্ডা। মঙ্গলের নামে কোতোয়ালি থানায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে। মাস খানেক আগে অস্ত্র-সহ তাকে গ্রেফতার করে পুলিশ। এক মাস জেলে থাকার পর গত ৭ নভেম্বর সে বাড়ি ফেরে। পুলিশের দাবি, এক সময় বিষে দুর্লভ, অজিত মণ্ডলদের সঙ্গেই থাকতো মঙ্গল। কিন্তু ইদানীং তাদের দল ছেড়ে অন্য দলে ভিড়েছিল মঙ্গল। আর তা নিয়েই জেলে যাওয়ার আগে মঙ্গলের সঙ্গে ঝামেলা বাধে বিষে-অজিত মণ্ডলদের। মঙ্গলের স্ত্রী কল্পনা বিশ্বাস বলেন, “অজিত, বিষেরা আমার স্বামীর হাতে অস্ত্র তুলে দিয়ে খারাপ কাজ করাতেই চাইতো। আমার স্বামী তা করতে রাজি হয়নি। সে কারণেই খুন করেছে।”

মঙ্গলের মা অনিতা বিশ্বাসের দাবি, “আমার ছেলে তৃণমূল করত। ওরাও তৃণমূল করত। কেন মঙ্গলকে খুন করা হল, তার বিচার চাইব দিদির(মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) কাছে।” কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান তৃণমূলের অসীমকুমার সাহা অবশ্য বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এটা সমাজ বিরোধীদের মধ্যে লড়াই। যে মারা গিয়েছে, সে যেমন সমাজবিরোধী, যারা মেরেছে তারাও। আমরা পুলিশকে বলেছি অবিলম্বে এদের গ্রেফতার করতে।”

মঙ্গলের মা অনিতা বিশ্বাস জানান, জগদ্ধাত্রী পুজোয় থানার কাছে একটি ফাস্টফুডের দোকানে ছেলে কাজ করছিল। সে সময় একবার অভিযুক্তরা তাঁর ছেলেকে মারার চেষ্টা করেছিল। কিন্তু মঙ্গল পালিয়ে যাওয়ায় ওরা মারতে পারেনি। তিনি বলেন, ‘‘এর পর শুক্রবার দুপুরে অভিযুক্তরা হরিবোল ধ্বনি দিয়ে খই ছিটিয়ে বাড়িতে এসে শাসিয়ে যায়।’’ শুক্রবার রাত আটটা নাগাদ বাড়িতে খেতে আসে মঙ্গল। খাওয়া শেষ করে উঠতেই অজিত-বিষে-সহ আরও বেশ কয়েকজন বাড়িতে ঢুকে পড়ে। তাড়া খেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় সবাই। মঙ্গলও পালিয়ে গিয়ে ঝাঁপ দেয় পুকুরে। অভিযোগ, দু’ঘন্টা ধরে পুকুর থেকে মঙ্গলকে উঠতে দেয়নি বিষেরা। ক্রমাগত ইঁট-পাটকেল ছুড়তে থাকে। তার পর পুকুর থেকে তুলে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।

শুক্রবার রাতেই কোতোয়ালি থানার খবর দেয় মঙ্গলের বাড়ির লোকজন। কিন্তু শুক্রবার রাতে তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি যুবকের। শনিবার ভোরে আলো ফুটতেই তার বাড়ির পাঁচশো মিটার দূর থেকে মঙ্গলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নদিয়ার পুলিশ সুপার শীষরাম ঝাঝারিয়া বলেন, “দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার তাদের আদালতে তোলা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Stabbed to death pond
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE