খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার স্বাস্থ্য সেলের আহ্বায়ক কৃষ্ণ মাহাতো। বৃহস্পতিবার দুপুরে এ ব্যাপারে তিনি কল্যাণীর মহকুমাশাসক উনিশ রিশিন ইসমাইলের কাছে লিখিত অভিযোগও করেছেন। বিষয়টি এর পর জেলা প্রশাসন ও পুলিশেরও উপর মহলে জানাবেন বলেও এ দিন জানান কৃষ্ণ।
গত কয়েক বছর ধরে তিনি এলাকায় জমি দখল ও মাটি কাটার বিরুদ্ধে সরব হয়েছেন। মাঝেরচরে সরকারি ইটভাটার জমি দখল থেকে শুরু করে সেখানে মাটি মাফিয়াদের দাপট—সব কিছু নিয়েই প্রতিবাদ করেছেন। একাধিক বার প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন। কল্যাণী ব্লকের গ্রামীণ এলাকাগুলিতেও, বিশেষ করে শিকারপুরে গিয়ে তিনি মাটি মাফিয়াদের বিরুদ্ধে চাষিদের নিয়ে রুখে দাঁড়ান। এর ফলেই শাসক দলের একাংশের সঙ্গে দীর্ঘদিন ধরেই তাঁর বিরোধ বলে অভিযোগ।
কৃষ্ণ-র দাবি, ‘‘তৃণমূলের একাংশ মাটি কাটার মধ্যে জড়িত। ওদের আয়ের পথে বাধা হয়ে দাঁড়ানোয় ওরা আমার ক্ষতি করার ফন্দি এঁটেছে বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। নিরাপত্তাহীনতায় ভুগছি।’’