তিন দিন পর নিখোঁজ ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার! শনিবার মুর্শিদাবাদের ভগবানগোলার বড়বড়িয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। বিক্ষোভ চলে বিধায়ককে ঘিরেও।
ঘটনার সূ্ত্রপাত গত বুধবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে নিখোঁজ ছিলেন সীতেন ঘোষ নামে এলাকারই বাসিন্দা এক যুবক। তিন দিন পর শনিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে জমির মধ্য থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবকের দেহ। এর পরেই ভগবানগোলা থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন গ্রামের মানুষ। পুলিশ দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে ফের বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। তাঁকে ঘিরেও একপ্রস্ত বিক্ষোভ চলে। অবশেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভগবানগোলা থানায় সীতেনের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। এর পর শনিবার মাঠ থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এলাকাবাসীদের অভিযোগ, নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ তাঁকে খোঁজার কোনও চেষ্টাই করেনি। অন্য দিকে, দেহ উদ্ধারের পর ওই ঘটনায় অভিযুক্ত সন্দেহে সচীন ঘোষ সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।