তৃণমূল কর্মী খুন
তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে করিমপুরের খাঞ্জি গোপালপুরে। মৃতের নাম প্রদ্যুত্ মণ্ডল (৫০)। রাতে বাড়িতে খাওয়াদাওয়া সারেন। তখনই গ্রামেরই ইউসুফ পাইক তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। অভিযোগ, তারপর তাঁকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়। খবর পেয়ে রাতেই বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে সিপিএম পরিকল্পিতভাবে ওই খুন করেছে।” অভিযোগ উড়িয়ে দিয়ে সিপিএমের তেহট্ট জোনাল কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস বলেন, “যে কোনও মৃত্যুই দুঃখজনক। আমরা ঘটনার নিন্দা করছি। তবে খুনের সঙ্গে দলের কোনও যোগ নেই।” অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে করিমপুরের বাজিতপুরে। মৃতের নাম টোটন দাস (২৫)। বাড়ি করিমপুরের পাট্টাবুকা দাসপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার কাঠালিয়ার এক আত্মীয়ের বাড়ি থেকে রাত সাড়ে ১১টা নাগাদ তিন যুবক একটি মোটরবাইকে চেপে করিমপুরে ফিরছিলেন। আচমকা তাঁদের সামনে একটি শেয়াল চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি গিয়ে রাস্তার পাশে কংক্রিটের কালভার্টে ধাক্কা মারে। তিন জনই মোটরবাইক থেকে ছিটকে যান। ঘটনায় আহত তিন জনকে করিমপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান টোটন। আহত এক জনকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
উদ্ধার ফেনসিডিল
যৌথ তল্লাশি চালিয়ে প্রায় ১৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করল পুলিশ ও বিএসএফ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মাজদিয়া স্টেশন সংলগ্ন বাজারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত ৮টা নাগাদ ট্রেন থেকে নামা কয়েক জন যাত্রীকে দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের। তাঁরা ওই যাত্রীদের ধাওয়া করে ধরে ফেলেন। তাঁদের মধ্যে দু’জন মহিলাও ছিল। বিএসএফ জওয়ানরা তাদের ধরে ফেলতেই পাচারকারীরা তাঁদের ধরে মারধর করতে শুরু করে। ওই ঘটনার পর রাতে স্থানীয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিএসএফ এলাকায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। সেই সময়ই বাজারের একটা ঘর থেকে প্রচুর ফেনসিডিলের বোতল উদ্ধার হয়। মাজদিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি প্রণব বিশ্বাস বলেন, “কয়েকজন ব্যবসায়ীর জন্য বাজারের বদনাম হচ্ছে। অভিযুক্ত চিহ্নিত করে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
জুনিয়র ক্রিকেট লিগ। করিমপুরে
বেলডাঙার মিজার্পুরে চলছে আখের রস জ্বাল দিয়ে গুড় তৈরির কাজ। ছবি: গৌতম প্রামাণিক