Advertisement
০৩ মে ২০২৪

জেলায় ভোট তিন দফায়

জেলাশাসক জানান, জেলায় তিন দফায় ভোট হবে। আগামী ২৯ এপ্রিল কৃষ্ণনগর ও রানাঘাট কেন্দ্রে ভোট তো আছেই। করিমপুর বিধানসভা কেন্দ্রটি পড়ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে। সেখানে ভোট হবে ২৩ এপ্রিল।

জেলাশাসক। নিজস্ব চিত্র।

জেলাশাসক। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০০:২৭
Share: Save:

লোকসভা নির্বাচনের সঙ্গেই হবে কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। সোমবার নদিয়া জেলাশাসক সুমিত গুপ্ত জানান, এক দিনেই দু’টি ভোট হবে। সরস্বতী পুজোর আগের রাতে বাড়ির কাছেই গুলিতে খুন হয়েছিলেন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেই কারণেই এই উপ-নির্বাচন।

জেলাশাসক জানান, জেলায় তিন দফায় ভোট হবে। আগামী ২৯ এপ্রিল কৃষ্ণনগর ও রানাঘাট কেন্দ্রে ভোট তো আছেই। করিমপুর বিধানসভা কেন্দ্রটি পড়ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে। সেখানে ভোট হবে ২৩ এপ্রিল। আবার কল্যাণী ও হরিণঘাটা বিধানসভা কেন্দ্র দু’টি পড়ছে উত্তর ২৪ পরগনার বনগাঁ কেন্দ্রের মধ্যে। সেখানে ভোট ৬ মে।

এ বার জেলায় বুথের সংখ্যা ৪৫৭৯। ভোটগ্রহণ কেন্দ্র ২৪০৮টি। একটি বুথ থাকবে এমন বুথের সংখ্যা ১৪২১। দু’টি বুথ থাকবে এমন কেন্দ্রের সংখ্যা ১১২৭।

মাথা গুনতি
• মোট ভোটার: ৪০, ৯১,১৪৫
• পুরুষ ভোটার: ২১,১১,৮৫৫
• মহিলা ভোটার: ১৯,৭৯,১৮৬
• তৃতীয় লিঙ্গের ভোটার: ১০৪
• নতুন ভোটার: ৯৬,২০১
• ভোটার কার্ড আছে: ১০০ শতাংশ

তিনটি বুথ থাকবে এমন কেন্দ্রের সংখ্যা ১৫৯। চারটি বুথ থাকবে এমন কেন্দ্র থাকছে ৮৩টি। পাঁচটি বুথ থাকবে এমন কেন্দ্র ১৩টি ও ছ’টি বুথ থাকবে এমন কেন্দ্রের সংখ্যা পাঁচ। জেলাশাসক বলেন, “স্পর্শকাতর বুথের তালিকা তৈরি হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE