দোলের দিন রং মেখে আনন্দে মজে ছিলেন। দু’পাত্র মদ্যপানও করেছিলেন। কিন্তু মত্ত অবস্থায় এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক সিভিক ভলান্টিয়ারকে। নদিয়ার তেহট্টের ঘটনা। পুলিশ জানিয়েছে, আইন আইনের পথেই চলবে।
স্থানীয় সূত্রে খবর, ধৃত সিভিক ভলান্টিয়ারের বাড়ি নদিয়ার মানিকনগরে। হোগলবেড়িয়ায় প্রায়ই যাতায়াত তাঁর। মঙ্গলবার হোগলবেড়িয়ার জমশেরপুরে একটি মাঠে বসে বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন। ওই মাঠে এক বধূ ছাগল চরাচ্ছিলেন। অভিযোগ, ওই সময় পেশায় সিভিক ভলান্টিয়ার যুবক বধূকে কুপ্রস্তাব দেন। ওই বধূ প্রতিবাদ করেন। পরিস্থিতি বেগতিক দেখে এলাকা থেকে পালিয়ে যান ওই যুবক। তবে ওই বধূ হোগলবেড়িয়া থানায় গিয়ে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার পর মঙ্গলবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ভজন মণ্ডল। এক বধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’