বৈদ্যুতিক ট্রান্সমিটারের ত্রুটি মেরামত করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হল। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম প্রসেনজিৎ বিশ্বাস। তাঁর বয়স ৩৪ বছর। নদিয়ার মুরুটিয়া থানা এলাকায় তাঁর বাড়ি। ঘটনাটি ঘটে ফুনকতলা কালীপুজোর মেলায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কর্তব্যরত অবস্থায় কেন বৈদ্যুতিক ট্রান্সমিটার মেরামত করতে গিয়েছিলেন ওই সিভিক ভলান্টিয়ার, তা নিয়ে উঠছে প্রশ্ন।
স্থানীয়দের সূত্রে খবর, নদিয়ার মুরুটিয়া থানার শিকারপুর মণ্ডলপাড়ার এলাকার বাসিন্দা প্রসেনজিৎ। শনিবার রাতে ফুনকতলা এলাকায় একটি কালী পূজার মেলায় ডিউটি করছিলেন তিনি। সে সময় মেলার পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সমিটারে আগুন জ্বলতে থাকে। তিনি নিজে উদ্যোগী হয়ে ট্রান্সমিটারটির মেরামতি শুরু করেন। তখনই তিনি তড়িদাহত হন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই তাঁরা একটি বিকট শব্দ শুনতে পান। তাঁরা দেখেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে রয়েছেন প্রসেনজিৎ। স্থানীয়েরা করিমপুর থানার পুলিশকে খবর দেন। কিছু ক্ষণ পরেই পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালের মর্গে।