Advertisement
E-Paper

মুর্শিদাবাদে কলেজে ভর্তির সুলুক সন্ধান

সদ্য উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। কোন কলেজে বাড়ির ছেলেমেয়ে ভর্তি হবে তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগের অন্ত নেই। এ দিকে, জেলার বিভিন্ন কলেজে অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল-আপের কাজ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ০২:৩৭
কৃষ্ণনাথ কলেজ। — নিজস্ব চিত্র

কৃষ্ণনাথ কলেজ। — নিজস্ব চিত্র

সদ্য উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। কোন কলেজে বাড়ির ছেলেমেয়ে ভর্তি হবে তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগের অন্ত নেই। এ দিকে, জেলার বিভিন্ন কলেজে অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল-আপের কাজ শুরু হয়েছে। কোন কলেজে কী বিষয় রয়েছে, কবে ফর্ম জমা দেওয়া হবে? সেই বিষয়ে রইল সুলুক সন্ধান।

রানি ধন্যা কুমারী কলেজ

জিয়াগ়ঞ্জের এই কলেজে অনলাইনে ফর্ম পূরণ শুরু হয়েছে ১৮ মে থেকে। চলবে ৩১ মে পর্যন্ত। ফর্মের দাম ১৬০ টাকা। অনার্স ও পাস কোর্সের মেধাতালিকা প্রকাশিত হবে ৪ জুন।

কাউন্সেলিং: অনার্স বাংলা, ইংরাজি, ভূগোল ও বাণিজ্যে ৯ জুন দুপুর ১২টায়। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, শিক্ষা ও বাণিজ্যে ১০ জুন দুপুর ১২টায়। পাস কোর্সে কাউন্সেলিং ও ভর্তি ১৩ ও ১৪ জুন।

আসন সংখ্যা: বাংলা ১৩৭, ইংরাজি ৭২, ইতিহাস ৬৫, রাষ্ট্রবিজ্ঞান ৫৯, ভূগোল ৩৩, সমাজবিদ্যা ৬৫, শিক্ষা ৬০, বাণিজ্য ১০৫। কলেজের ওয়েবসাইটে ভর্তি ফি-র ব্যাপারে কিছু বলা হয়নি।

কৃষ্ণনাথ কলেজ

বিএ ও বিএসসি অনার্স ও পাস কোর্সে ভর্তির জন্য অনলাইনে ফর্ম পূরণ ও জমা নেওয়া শুরু হয়েছে গত ১৭ মে থেকে। ফর্ম জমা দেওয়ার শেষ দিন ৩০ মে। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফর্মপূরণ ও জমা দেওয়া যাবে। ভোকেশনাল শাখায় ফর্ম পূরণ ও জমা দেওয়া হবে ২১ মে থেকে ৩০ মে পর্যন্ত।

একাধিক বিষয়ে অনার্সের জন্য পৃথক ফর্মে আবেদন করতে হবে। পাস কোর্সের পৃথক শাখার জন্য পৃথক ফর্মে আবেদন করতে হবে। প্রতিটি ফর্মের দাম ১২০ টাকা। মেধা তালিকা প্রকাশিত হবে ১ জুন বিকাল ৪টায়।

আসন সংখ্যা: বাংলা ৬৯, ইংরেজি ৬৪, দর্শন ৫৬, রাষ্ট্রবিজ্ঞান ৫৬, ইতিহাস ৭১, অর্থনীতি ৪২, সংস্কৃত ৬৪, শারীরবিদ্যা ৩৮, অঙ্ক ৭০, পদার্থবিদ্যা ৫৭, রসায়ন ৫৭, উদ্ভিদবিদ্যা ৩৮, প্রাণীবিদ্যা ৩৮, ভূগোল ৫৭, ট্রাভেল অ্যান্ড টুরিজম ৫৫, রেশমবিদ্যা ৫০।

ভর্তি ফি: কলা বিভাগে অনার্সে ২৪০০ টাকা, বিজ্ঞান অনার্সে ২৯৫০ টাকা, আর্টস পাস কোর্স ২১০০ টাকা, বিজ্ঞান পাস কোর্স ২৬৫০ টাকা, ট্রাভেল অ্যান্ড টুরিজম ৩৫৫০ টাকা, রেশমবিদ্যা ৪১০০ টাকা।

শ্রীপৎ সিংহ কলেজ

জিয়াগঞ্জের এই কলেজে অনলাইনে ফর্ম পূরণ শুরু হয়েছে ১৮ মে থেকে। চলবে ৩০ মে পর্যন্ত। ফর্মের দাম ১২০ টাকা। অনার্স ও পাস কোর্সের খসড়া মেধা তালিকা প্রকাশিত হবে ৩১ মে। অনার্স ও পাসের চূড়ান্ত তালিকা প্রকাশ ৩ জুন। ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ৬ দফায় অনার্সের প্রভিশনাল মেধা তালিকা প্রকাশিত হবে ও অনলাইন ভর্তি নেওয়া হবে। ১৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত অনার্সের প্রার্থীদের তথ্যাদি পরখ করার পর ভর্তি নিশ্চিত করা হবে। ১৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত পাস কোর্সে প্রভিশনাল ভর্তি নেওয়া হবে। ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সকাল ১১টা থেকে শুরু করে দুপুর ৩ টে পর্যন্ত পাস কোর্সের প্রার্থীদের তথ্যাদি পরখ করার পর ভর্তি নিশ্চিত করা হবে।

আসন সংখ্যা: বাংলা ৬৩, ইংরেজি ৫০, দর্শন ৪৫, রাষ্ট্রবিজ্ঞান ৩৯, ইতিহাস ৫০, অর্থনীতি ৭, সংস্কৃত ৫৬, পদার্থবিদ্যা ২৯, রসায়ন ২৭, অঙ্ক ৩৮, উদ্ভিদবিদ্যা ২৮, প্রাণীবিদ্যা ৩১, ভূগোল ৩৮। আর্টস পাস কোর্স ২৬০, বিজ্ঞান (পিওর) পাস কোর্স ১০৪, বিজ্ঞান (বায়ো) পাস কোর্স ৭৭। কলেজের ওয়েবসাইটে ভর্তি ফি ব্যাপারে কিছু বলা নেই।

কান্দি রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজ

অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ শুরু ২১ মে থেকে ৩১ মে। ফর্মের মূল্য ১৫০টাকা।

ভর্তি শুরু অনার্সের জন্য ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত। পাস কোর্সের জন্য ৬ জুন থেকে ১৬ জুন পর্যন্ত।

আসন সংখ্যা: বাংলা ১০১, ইতিহাস ৪৫, সংস্কৃত ৪৫, ইংরাজি ৩৮, ভূগোল ১৯, বাণিজ্যে ১৩২।

পাসকোর্সের আর্টসে ৭৩০, বাণিজ্যে ৩৩০।

ভূগোল অনার্সের ভর্তি জন্য ধার্য হয়েছে ১২ হাজার টাকা।

বাংলা, ইতিহাস, ইংরেজি, সংস্কৃত বিষয়ের জন্য ধার্য হয়েছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা।

পাসকোর্সের জন্য ধার্য হয়েছে দু’হাজার টাকা।

বহরমপুর গার্লস কলেজ

অনলাইনে আবেদন ১৮ মে বিকাল ৪টা থেকে চলবে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। খসড়া মেধা তালিকা প্রকাশিত হবে ২৮ মে বিকাল ৪টায়। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে ২৯ মে দুপুর ২টোয়। আবেদনপত্রের দাম ১০০ টাকা।

ভর্তির তারিখ ও কাউন্সেলিং: বিজ্ঞান অনার্স ১ জুন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ইংরেজি, বাংলা, সংস্কৃত ও কমিউনিকেটিভ ইংরাজি অনার্সে ৪ জুন সকাল সাড়ে ১০টায় শুরু। দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, অর্থনীতি, ট্রাভেল অ্যান্ড টুরিজমে অনার্স ৫ জুন সকাল সাড়ে ১০টা থেকে শুরু। বিজ্ঞান ও আর্টস পাস কোর্সে ৬ জুন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর্টস পাস কোর্সে ৭ জুন সকাল সাড়ে ১০টা থেকে শুরু।

আসন সংখ্যা: বাংলা ৬৭, ইংরেজি ৮১, দর্শন ৬৭, রাষ্ট্রবিজ্ঞান ৬৭, ইতিহাস ৬৭, অর্থনীতি ৩১, সংস্কৃত ৬৯, শারীরবিদ্যা ৩০, অঙ্ক ৪৪, পদার্থবিদ্যা ৩৭, রসায়ন ৩০, উদ্ভিদবিদ্যা ৩৭, প্রাণীবিদ্যা ৩৭, ভূগোল ৩৭, ট্রাভেল অ্যান্ড টুরিজম ৪৪, কমিউনিকেটিভ ইংরেজি ৪৪, সমাজবিদ্যা ৫৩, শারীরশিক্ষা বিদ্যা ৫৮, আর্টস পাস কোর্স ৪১১, বিজ্ঞান পাস কোর্স ৪৭। ভর্তি ফি জানা যায়নি।

মোজাফ্ফর আহম্মেদ মহাবিদ্যালয়

অনলাইনের মাধ্যমে ফর্ম জমা নেওয়া হবে ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত। অনার্স ফর্মের দাম ৯০ টাকা ও পাস কোর্সের ৭০ টাকা। ভর্তি শুরু অনার্স ও পাসকোর্স ১৩ জুন থেকে ১৬ জুন

আসন সংখ্যা: বাংলা ১২৩, ইংরাজি ৬০, ইতিহাস ৮৭, দর্শন ৮৭, রাষ্ট্রবিজ্ঞান ৫৯, ভূগোল ৪৮।

পাসকোর্সে জন্য নির্ধারিত ভাবে কোনও আসন সংখ্যা নেই। শুধু ভূগোল পাস কোর্সের জন্য আসন ৯৮।

ভর্তি ফি: অনার্সের ভূগোলের জন্য ধার্য হয়েছে ৬০১০ টাকা, ইংরেজির জন্য ধার্য হয়েছে ২৩৪০ টাকা, বাংলার জন্য ধার্য হয়েছে ২১৪০ টাকা, ইতিহাস ও দর্শনের জন্য ধার্য হয়েছে ২০৫০ টাকা, পাসকোর্স ভূগোল ২০৫০ টাকা ও অন্য বিষয়ে পাসকোর্স ১৮২০ টাকা।

নগর কলেজ

অনলাইনে ফর্ম জমা শুরু হয়েছে ১৭ মে থেকে। চলবে ২৯ মে পর্যন্ত। ফর্মের দাম অনার্স ২০০ টাকা ও পাসকোর্স ১০০ টাকা।

৬ জুন মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর ভর্তির দিন ধার্য হবে।

আসন সংখ্যা: আরবি ৩৯, বাংলা ১০৩, অর্থনীতি ৬০, ইংরেজি ৫৬, ভূগোল ৫৬, ইতিহাস ৮০, দর্শন ৫৬, গণিত ৩৭। সংস্কৃত ৩৯, রাষ্ট্রবিজ্ঞান ৪৮। পাসকোর্সে আসন সংখ্যা ৭৮৩।

ভর্তি ফি: ভূগোল ৬৫১০ টাকা, গণিত ৩৮৬০ টাকা। এ ছাড়া অন্য বিষয়ে অনার্সে ১৫১০ টাকা। পাস কোর্সের ভর্তি ফি ১২১০ টাকা।

পাঁচথুপি হরিপদ গৌরীবালা কলেজ

অনলাইনে ফর্ম জমা শুরু হয়েছে ১৭ মে। চলবে ২৮ মে পর্যন্ত। ফর্মের মূল্য ১০০ টাকা।

ভর্তি হবে ৭জুন থেকে ৩০জুন পর্যন্ত।

আসন সংখ্যা: বাংলা ৭২, ইতিহাস ৫৯, দর্শন ৫৯, রাষ্ট্রবিজ্ঞান ৪৬, ইংরেজি ৩৯, সংস্কৃত ৩৯। পাস কোর্সের আসন ৫৭৬।

ভর্তি ফি: অনার্সের ভর্তির হতে লাগবে ২৪৫৫ টাকা। পাস কোর্সের জন্য ১৪৮০ টাকা। এর বাইরে অনার্সের জন্য প্রতিমাসে ৭৫ টাকা ও পাস কোর্সের জন্য ৫০ টাকা ধার্য করা হয়েছে।

শিউনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ

ফর্ম দেওয়া হবে ২০ মে থেকে ৮ জুন (অনলাইন ও অফলাইন)। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ ১৭ জুন। পাস কোর্সের তালিকা ১৮ জুন। কাউন্সেলিং ২১, ২২,২৩ জুন।

আসন সংখ্যা: বাংলা ১২০, ইতিহাস ১২০, ইংরাজি ১০০, দশর্ন ১০৬, রাষ্ট্রবিজ্ঞান ১০৬, বাণিজ্য ৭০, গণিত ৫০, পদার্থবিদ্যা ১৬, ভূগোল ১০০, আরবি ৬০, পরিবেশ বিজ্ঞান ২৫।

যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়

ফর্ম দেওয়া হবে ২১ মে থেকে ১ জুন অনলাইনের মাধ্যমে। খসড়া মেধা তালিকা ২ জুন। চূড়ান্ত তালিকা ৬ জুন। পাস কোর্সে ভর্তি ৪ জুন থেকে ৬ জুন। অনার্স কাউন্সেলিং ৭ থেকে ৯ জুন।

আসন সংখ্যা: বাংলা ৯১, ইতিহাস ৮৪, ইংরেজি ৪০, দশর্ন ৬৫, রাষ্ট্রবিজ্ঞান ৩৬, আরবি ৬০।

জঙ্গিপুর কলেজ

১৮ মে থেকে ২৮ মে পর্যন্ত অনলাইনে ভর্তির জন্য আবেদন করা হবে। ৩ জুন প্রকাশিত হবে মেধা তালিকা। ফর্মের দাম করা হয়েছে ১০০ টাকা। একাধিক বিষয়ে আবেদন করা যাবে তবে প্রতিটি বিষয়ের জন্য আলাদা ফর্ম পূরণ করতে হবে। ফর্মের দাম থেকে ভর্তি ফি বাবদ অর্থ সবই জমা করতে হবে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে।

ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজ

২০ মে থেকে ফর্ম পূরণ শুরু হবে। ফর্মের দাম ১০০ টাকা। বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। ভর্তি সহ সমস্ত আর্থিক লেনদেন করতে হবে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে।

অরঙ্গাবাদ ডিএন কলেজ

২৩ মে থেকে অনলাইনে ফর্ম পূরণ হবে। ৩১ মে পর্যন্ত তা চলবে। ১০০ টাকা দাম ফর্মের। ৯ থেকে ১১ জুন পর্যন্ত হবে কাউন্সেলিং। পাশ কোর্সের কাউন্সেলিং হবে ২২ জুন। সমস্ত আর্থিক লেন দেন করতে হবে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে।

ধুলিয়ান নুর মহম্মদ কলেজ

২০ থেকে ২৭ মে ফর্ম পুরণ করা যাবে। ফর্মের দাম জমা দিতে হবে ৩১ মের মধ্যে। ১৩ জুন হবে অনার্সের কাউন্সেলিং। ১৬ থেকে ২১ জুন কাউন্সেলিং হবে পাস কোর্সের। যে সব বিষয়ে অনার্স চালু ছিল সেগুলি ছাড়াও এ বারে যুক্ত হয়েছে আরবি, ফিলোজফি। আর্থিক লেন দেন করতে হবে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে।

কে কে এম স্মৃতি মহাবিদ্যালয়

সাগরদিঘির এই কলেজে সোমবার থেকে ভর্তির ফর্ম পূরণ শুরু হবে। কিন্তু শুক্রবার এ নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। তারপরেই সব ংম নম চূড়ান্ত হবে।

HS student Collage Offline form Online form
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy