Advertisement
২০ এপ্রিল ২০২৪

ক্ষতিপূরণের চেক বিলি হরিণঘাটায়

হরিণঘাটা ব্লক এলাকার চাষীদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিলি শুরু হল। হরিণঘাটা ব্লক কৃষি আধিকারিকের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাষীদের হাতে ওই চেক তুলে দেওয়া হয়। ব্লকের ৬ হাজার ২০০ চাষিকে ক্ষতিপূরণ পাবেন বলে প্রশাসন সূত্রে খবর। এ জন্যে পাওয়া গিয়েছে ১ কোটি ৫০ লক্ষ টাকা।

নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪৮
Share: Save:

হরিণঘাটা ব্লক এলাকার চাষীদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিলি শুরু হল। হরিণঘাটা ব্লক কৃষি আধিকারিকের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাষীদের হাতে ওই চেক তুলে দেওয়া হয়। ব্লকের ৬ হাজার ২০০ চাষিকে ক্ষতিপূরণ পাবেন বলে প্রশাসন সূত্রে খবর। এ জন্যে পাওয়া গিয়েছে ১ কোটি ৫০ লক্ষ টাকা। এ দিন ৪৪৩ জনকে চেক দেওয়া হয়। বাকিদের পর্যায়ক্রমে ওই চেক বিলি করা হবে। এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) হরিদাস মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চঞ্চল দেবনাথ, হরিণঘাটার বিডিও আব্দুল মান্নান, বিধায়ক নীলিমা নাগ, হরিণঘাটার পুরপ্রধান রাজীব দালাল-সহ অনেকেই।

ক্ষতিপূরণের চেক হাতে পেয়ে বেশ কিছু চাষি ক্ষোভ জানান। তাঁদের দাবি, পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি। গোয়ালডোব গ্রামের মিনার হোসেন মণ্ডল বলেন, ‘‘এক বিঘা জমিতে বাঁধাকপি বুনেছিলাম। কপি কাটার ঠিক আগেই বৃষ্টির জলে সে সব নষ্ট হয়ে ৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে।’’ মিনার ১৪০০ টাকার চেক পেয়ে ক্ষোভ জানান। শিমুলপুকুরের বাসিন্দা তপন মণ্ডল এক বিঘা জমিতে কলা চাষ করেছিলেন। খরচ হয়েছিল ৯ হাজার টাকা। তিনিও ১৪০০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। ব্লক প্রশাসনের কর্তারা জানিয়েছেন, বন্যা পরিস্থিতির পরে চাষিদের আবেদনপত্র খতিয়ে দেখে তারপরেই টাকার অঙ্ক বরাদ্দা করা হয়েছে। ক্ষোভ থাকলে ব্লক কৃষি দফতরে তা জানাতে বলা হয়েছে।

বিজেপির দাবি। দলীয় কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তুলল বিজেপি। নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার গোসাবা থানায় যান লকেট চট্টোপাধ্যায়। দিন কয়েক আগে শম্ভুনগরের ভূপেন্দ্রপুরে বোমা ফেটে তিন জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় জড়িত অভিযোগে চার জনকে ধরেছে পুলিশ। বিজেপির দাবি, ধৃতদের মধ্যে একজন তাদের কর্মী। তাঁকে ফাঁসানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Compensation cheques Haringhata BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE