Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বন্‌ধ ডাকল কংগ্রেস,পথে নামছে তৃণমূলও

পুর-নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করল ধুলিয়ানেও। আজ, শনিবার সামশেরগঞ্জ থানা এলাকায় ১২ ঘণ্টা বন্‌ধের ডাক দিয়েছে কংগ্রেস। প্রতিবাদে পথে নেমে তার মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলও। দলের ব্লক সভাপতির উপরে হামলার প্রতিবাদে শুক্রবার ধুলিয়ানে মিছিল করে তৃণমূল। বুধবার রাতে দলের সামশেরগঞ্জ ব্লক সভাপতি কাউসার আলির উপরে হামলার অভিযোগে নাম জড়িয়েছিল কংগ্রেসের।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ ও বহরমপুর শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৫ ০০:৩৮
Share: Save:

পুর-নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করল ধুলিয়ানেও। আজ, শনিবার সামশেরগঞ্জ থানা এলাকায় ১২ ঘণ্টা বন্‌ধের ডাক দিয়েছে কংগ্রেস। প্রতিবাদে পথে নেমে তার মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলও।

দলের ব্লক সভাপতির উপরে হামলার প্রতিবাদে শুক্রবার ধুলিয়ানে মিছিল করে তৃণমূল। বুধবার রাতে দলের সামশেরগঞ্জ ব্লক সভাপতি কাউসার আলির উপরে হামলার অভিযোগে নাম জড়িয়েছিল কংগ্রেসের। তৃণমূলের অভিযোগ, সফর আলি ও বদরুল ইসলামের নেতৃত্বে ওই হামলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে তৃণমূল। এ দিনের মিছিল থেকে শ্লোগান ওঠে, কংগ্রেস নেতা ও তাঁর সঙ্গীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পুর নির্বাচনের মুখে যুযুধান দুই দল সম্মুখ সমরে নামায় অশান্তির আশঙ্কা করছে রাজনৈতিক মহল। পুলিশ সুপার সি সুধাকর বলেন, ‘‘তৃণমূল নেতার উপরে হামলার তদন্ত চলছে। পুলিশ পরিস্থিতির উপরে নজর রাখছে।’’

কংগ্রেস নেতৃত্বের দাবি, হামলার অভিযোগ সাজানো। দলের তরফে অভিযোগ, পুলিশের সঙ্গে চক্রান্ত করে তৃণমূল পুর নির্বাচনের মুখে দুই প্রার্থীকে মিথ্যে মামলায় জড়াতে চাইছে। এর প্রতিবাদেই শনিবার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা সামশেরগঞ্জ থানা এলাকায় বন্‌ধের সিদ্ধান্ত, বলছে কংগ্রেস। রবিবার বিক্ষোভ মিছিল ও সামশেরগঞ্জ থানা ঘেরাও কর্মসূচি রয়েছে কংগ্রেসের। দলের জেলা কার্যালয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস ওই কর্মসূচি ঘোষণা করেন। কংগ্রেসের সামশেরগঞ্জ ব্লক সভাপতি আমিরুল ইসলামের অভিযোগ, ‘‘গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমার মুখে পড়েছেন ওই তৃণমূল নেতা। নাটক করে তার দায় দলের উপরে চাপিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তৃণমূল।’’

বৃহস্পতিবার ধুলিয়ানে পুর-প্রচারে এসে প্রকাশ্য সভায় তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেন ও জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী যে ভাবে কংগ্রেস কর্মীদের হুমকি দিয়েছেন—তাতে প্ররোচিত হয়েই এমনটা করা হচ্ছে বলে কংগ্রেসের দাবি। আমিরুল ইসলামের অভিযোগ, ‘‘পুরভোটের দিন বিরোধীদের বাড়ি থেকে বের করে টেনে এনে লাঠিপেটার হুমকি দিয়েছিলেন মান্নান হোসেন। একই রকম আক্রমণাত্মক ছিলেন শুভেন্দুও। নেতাদের বেঁধে দেওয়া সেই ছকেই তৃণমূল চলছে।’’

কংগ্রেসের বন্‌ধের কথা জেনে তৃণমূলের ব্লক সভাপতি কাউসার আলির প্রতিক্রিয়া, ‘‘পথে নেমে বন্‌ধের মোকাবিলা করা হবে।’’ বন্‌ধ ডেকে কংগ্রেস প্রকৃত সত্যকে চাপা দিতে চাইছে বলে অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE