Advertisement
০৫ মে ২০২৪
Coronavirus in West Bengal

করোনা ঘরবন্দি

আইসোলেশনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিভৃতবাস কেন্দ্রে (‌কোয়রান্টিন সেন্টার) ভর্তি থাকা লোকের সংখ্যাও।

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ০৩:১৮
Share: Save:

শনিবার/ দিন: ২৭

জেলা কন্ট্রোল রুম: ৭৫৪৮৯৭৫৩০৩

• নদিয়ায় নতুন করে আর কোনও করোনা রোগীর অস্তিত্বের কথা জানা না গেলেও আইসোলেশনে ভিড় ক্রমেই বাড়ছে। ভর্তি থাকা লোকের সংখ্যা ২০ থেকে ইতিমধ্যেই ২৮-এ পৌঁছেছে।

• কৃষ্ণনগর গ্লোকাল এবং তেহট্ট মহকুমা হাসপাতাল, দুই জায়গাতেই ১৪ জন করে রোগী ভর্তি রয়েছেন। তেহট্টে আগেই ন’জন ভর্তি ছিলেন, নতুন করে ভর্তি হয়েছেন পাঁচ জন। গ্লোকালে সাত জন ভর্তি ছিলেন, আরও সাত জনকে ভর্তি করা হয়েছে। জেএনএম বা জেলার কোনও স্টেট জেনারেল হাসপাতালে আপাতত কেউ ভর্তি নেই।

• আইসোলেশনে থাকা ছয় রোগীর লালারসের নমুনা আগেই পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। নতুন করে আরও ১৭ জনের নমুনা পাঠানো হয়েছে। কিন্তু এই ২৩ জনের লালারস পরীক্ষার ফলাফল জানা যায়নি।

• জেলার তিনটি আইসোলেশন কেন্দ্রে মোট ১৩০টি শয্যা রয়েছে। এর মধ্যে গ্লোকালে ১০০টি, তেহট্টে ২০টি এবং জেএনএমে ১০টি শয্যা রয়েছে। ১৪টি নিভৃতবাস কেন্দ্রে (কোয়রান্টিন সেন্টার) রয়েছে ৮৮০টি শয্যা।

শনিবার/ দিন: ২৭

জেলা কন্ট্রোল রুম: ৭৫৪৮৯৭৫৩০৩

• আইসোলেশনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিভৃতবাস কেন্দ্রে (‌কোয়রান্টিন সেন্টার) ভর্তি থাকা লোকের সংখ্যাও। ইতিমধ্যে ১০২ থেকে বেড়ে তা হয়েছে ১১১। এর মধ্যে কৃষ্ণনগর কর্মতীর্থে ৩৭ জন, তেহট্ট কর্মতীর্থে ১৭ জন, চাকদহ আনন্দ নিকেতনে পাঁচ জন, ফুলিয়া কৃষক বাজারে ১৪ জন, নবদ্বীপ পুরসভার যুব আবাসে ৩৩ জন, রানাঘাট পুরসভার আহেলি গেস্ট হাউসে দু’জন এবং চাকদহে তাতলা ১ গ্রাম পঞ্চায়েত কমিউনিটি হলে তিন জন ভর্তি রয়েছেন।

• নিজের বাড়িতে নিভৃতবাসে (হোম কোয়রান্টিন) থাকা লোকের সংখ্যা এত দিন ক্রমাগত কমছিল। চাপড়ায় এক প্রৌঢ়ের সংক্রমণ ধরা পড়ার পরেই তা ফের ১,৫৩৩ থেকে বেড়ে হয়েছে ১,৭৫৪।

সূত্র: নদিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার সকাল ৭টা পর্যন্ত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in West Bengal Covid-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE