Advertisement
০২ মে ২০২৪
Crime Against Women

নাবালিকা বোনকে ধর্ষণে দোষী সাব্যস্ত দাদা, ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ মুর্শিদাবাদের আদালতের

দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর পকসো আইনে বুধবার দোষী সাব্যস্ত হন নাদিম। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করেন বিচারক দীপ্ত ঘোষ।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
লালবাগ শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ২৩:৩৪
Share: Save:

নাবালিকা বোনকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন দাদা। দীর্ঘ পাঁচ বছর ধরে বিচার প্রক্রিয়া শেষে মুর্শিদাবাদের লালবাগ বিশেষ পকসো আদালতে বৃহস্পতিবার সাজা ঘোষণা হয়। ১০ বছরের কারাদণ্ডের সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। সেই সঙ্গে নির্যাতিতা নাবালিকাকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণের সুপারিশও করেছে আদালত।

আদালত সূত্রে জানা গিয়েছে, লালবাগ থানা এলাকার এলাহিগঞ্জ গ্রামে ২০১৮ সালের ১১ মে নাবালিকা বোনকে ধর্ষণের অভিযোগ ওঠে খুড়তুতো দাদা নাদিম শেখের বিরুদ্ধে। ধর্ষণের অভিযোগ এনে নাদিমের বিরুদ্ধে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার মা। এর পরেই গ্রেফতার করা হয় নাদিমকে। বিশেষ পকসো আইনের ৬ ধারায় অভিযুক্ত করা হয় তাঁকে। দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর পকসো আইনে বুধবার দোষী সাব্যস্ত হন নাদিম। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করেন বিচারক দীপ্ত ঘোষ।

সরকারি আইনজীবী রঞ্জিত ঘোষ বলেন, ‘‘বোনকে ধর্ষণের অভিযোগে একাধিক তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত দোষী প্রমাণিত হয়েছেন। মাননীয় বিচারক তাঁকে দশ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও নির্যাতিতাকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছেন বিচারক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE