মুর্শিদাবাদের লালগোলায় ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। প্রায় সাড়ে তিন কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হলেও এখনও কেউ আটক বা গ্রেফতার হয়নি। বিএসএফ সূত্রে খবর, জওয়ানদের দেখে পাচারকারীরা পালিয়ে গিয়েছিল। ওই জায়গাগুলিতে তল্লাশি চালিয়ে মেথাক্যালোন এবং হেরোইন উদ্ধার করা হয়।
বিএসএফ সূত্রে খবর, রবিবার গভীর রাতে লালগোলার খান্দুয়া বিওপি-র ৭১নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা দুই সন্দেহভাজনকে সীমান্তের দিকে এগোতে দেখেন। জওয়ানেরা তাদের পিছু নেন। দু’জন সেটা বুঝতে পেরে ছুটে আটরশিয়া গ্রামের দিকে পালিয়ে যায়। জওয়ানেরা বেশ কিছু ক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের হদিস পাননি। ঘটনাক্রমে সীমান্ত লাগোয়া ওই এলাকায় অনুসন্ধান শুরু হয়। একটি ঝোপের আড়াল থেকে উদ্ধার হয় প্লাস্টিকের ব্যাগ। তার ভিতরে দু’টি প্যাকেট ছিল।
প্রথম প্যাকেটটিতে ১০টি ছোট প্যাকেটে হালকা হলুদ রংয়ের পাউডার ছিল। দ্বিতীয়টির মধ্যে দু’টি প্যাকেট ছিল। তার একটির ভিতরে বাদামি পাউডার এবং অন্যটিতে হালকা হলুদ রংয়ের পাউডার মেলে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়।
আরও পড়ুন:
পরীক্ষায় জানা গিয়েছে, ওই ব্যাগে মোট ১.০৬ কেজি মেথাক্যালোন এবং ১০০গ্রাম হেরোইন ছিল। বাজেয়াপ্ত মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। বাজেয়াপ্ত করা মাদকদ্রব্য লালগোলা থানার পুলিশের হাতে তুলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি নীলোৎপল পাণ্ডে বলেন, ‘‘সীমান্তে চোরাচালান আটকাতে বাড়তি তৎপরতা শুরু করেছে বিএসএফ। যে কোনও অবৈধ কর্মকাণ্ড আটকাতে বিএসএফ বদ্ধপরিকর।’’