Advertisement
০৪ জুন ২০২৪

স্ত্রীকে হাতুড়ির ঘা, মিলল ঝুলন্ত দেহ

রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে ধানতলা থানার হোসেনপুর এলাকায়। বছর আটত্রিশের উৎপল কুমার মণ্ডল পেশায় জ্যোতিষ। হাত দেখে ভবিষ্যৎ বলেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ০২:৫৬
Share: Save:

স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি। তার জেরে ক্ষুব্ধ স্ত্রী বলেছিলেন, তিনি বাপের বাড়ি চলে যাবেন। তখনই উত্তেজিত হয়ে স্ত্রী-র মাথায় স্বামী লোহা দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। স্ত্রীর মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। কিছু ক্ষণ পরে নিজের ঘরে স্বামীকে সিলিং থেকে ঝুলতে দেখা যায়। পরিবারের লোক দাবি করেছেন, স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আতঙ্কে ও অনুশোচনায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। খতিয়ে দেখছে পুলিশ।

রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে ধানতলা থানার হোসেনপুর এলাকায়। বছর আটত্রিশের উৎপল কুমার মণ্ডল পেশায় জ্যোতিষ। হাত দেখে ভবিষ্যৎ বলেন। সোমবার রানাঘাট মহকুমার শয্যায় শুয়ে তাঁর স্ত্রী রাখী জানান, বাড়িতে তাঁদের দু’টি ঘর। তিনি একটি ঘরে রাতে থাকেন। কিন্তু উৎপল শুতে যান অন্য ঘরে। ফলে তাঁর শ্বশুর-শাশুড়িকে বারান্দায় শুতে হয়। শীত-গ্রীষ্ম-বর্ষা দুটি বয়স্ক মানুষ বারান্দায় শুয়ে থাকেন এটা তিনি মন থেকে মানতে পারছিলেন না। তাই স্বামীকে তাঁর ঘরে শুতে বলেছিলেন। তা নিয়েই কথা কাটাকাটির সূত্রপাত। রাখীর কথায়, ‘‘কখন ও হাতুড়ি নিয়ে আসে তা বলতে পারব না। আমার মাথায় আঘাত করে। জ্ঞান হারাই। তার পর আর কিছু বলতে পারব না।’’

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: মেয়েদের ভোট বিশ্লেষণ এবং তর্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suicide Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE