Advertisement
E-Paper

ফের ট্রেন থামার দাবি

বছর চোদ্দ ধরে নশিপুর হল্টে আর ট্রেন দাঁড়ায় না। ওই হল্টে পুনরায় ট্রেন থামার আবাদেন জানালেন এলাকার লোকজন।

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ০০:১৭

বছর চোদ্দ ধরে নশিপুর হল্টে আর ট্রেন দাঁড়ায় না। ওই হল্টে পুনরায় ট্রেন থামার আবাদেন জানালেন এলাকার লোকজন।

ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত রেলের শিয়ালদহ বিভাগের কৃষ্ণপুর-লালগোলা শাখার ওই হল্ট স্টেশনটি পুনরায় চালু করার জন্য রেলের ‘প্যাসেঞ্জার অ্যামিনিটিজ কমিটি’র সদস্য মণীষা চট্টোপাধ্যায়ের কাছে মঙ্গলবার আবেদন জানান এলাকার লোকজন। মণীষাদেবী বলেন, ‘‘হল্ট স্টেশনটি পুনরায় চালু করার জন্য স্থানীয় লোকজন আবেদন জনিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।’’

১৯০৫ সালের ১ সেপ্টেম্বর রানাঘাট থেকে লালগোলা পর্যন্ত রেল লাইনে ট্রেন চালু করা হয়। মুর্শিদাবাদ ও জিয়াগঞ্জ স্টেশনের মধ্যবর্তী এলাকায় রয়েছে দেবী সিংহের রাজবাড়ি। ওই রাজার কারণে নশিপুর হল্টের প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে নশিপুর লাগোয়া কমলবাগ, ধোপঘাটি, হরিগঞ্জ, আজাদ হিন্দবাগ, রণসাগর, পুটিয়াপাড়া এলাকায় জনবসতি বাড়তে থাকায় হল্টের গুরুত্বও বাড়তে থাকে। তবুও ২০০২ সালের ৩১ মার্চ হল্টটি তুলে দেয় রেল কর্তৃপক্ষ। বাডির কাছের স্টেশন খুইয়ে এলাকার হাজার তিরিশেক লোককে ট্রেন ধরতে যেতে হয় ৪-৫ কিলোমিটার দূরে। ওই এলাকায় বিভিন্ন ধরণের সব্জি ও ফুলের চায হয়। নশিপুরের বাসিন্দা মহাদেব মণ্ডল বলেন, ‘‘হল্ট চালু থাকার সময় সেই সব সব্জি ট্রেনপথে চলে যেত বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট ও কলকাতায়। তাতে চাষিরা একটু লাভের মুখ দেখত।’’

Dwellers halt station
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy