Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জল ভেবে শিশু খেল অ্যাসিড    

মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে চাকদহ ব্লকের শিলিন্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
চাকদহ শেষ আপডেট: ২৮ জুন ২০১৯ ০৩:০৪
Share: Save:

দিদিমার সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর সভায় এসেছিল সাড়ে পাঁচ বছর মেয়েটি। তেষ্টা পেয়েছিল। ঘরের এক পাশে রাখা বোতলে জল রয়েছে ভেবে সে মুখে ঢালার পরেই মারাত্মক জ্বালায় চিৎকার করে ওঠে। কারণ, ওই বোতলে রাখা ছিল অ্যাসিড! জল ভেবে সেটাই মুখে ঢেলে ফেলেছিল ছোট শিশু।

মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে চাকদহ ব্লকের শিলিন্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। শিশুটির নাম অনুশ্রী দাস। প্রথমে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

এলাকার পঞ্চায়েত-প্রধান অনিমা বিশ্বাস বলেন, “মহিলাদের সভা চলছিল। আমি সেই সময় পঞ্চায়েতেই ছিলাম। প্রথমে চিৎকার শুনে ভেবেছিলাম, মহিলাদের মধ্যে ঝগড়া বেঁধেছে। পরে শুনি, শিশুটি জল ভেবে অ্যাসিড খেয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে একটি অটো ভাড়া করে তাকে বনগাঁর হাসপাতালে পাঠানো হয়। তার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি। আমাদের প্রথম কাজ মেয়েটিকে সুস্থ করে তোলা।”

সভকক্ষে অ্যাসিডের বোতল এল কী করে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাদের পঞ্চায়েতের কেউ ওখানে ওই বোতল রাখেনি। সেখানে রাখার প্রয়োজন পড়ে না। কারণ, আমাদের শৌচাগার দোতলায়। আর ঘটনাটি ঘটেছে এক তলায়। তবে, পরে শুনতে পারছি, গোষ্ঠীর কেউ সেটা ওখানে রেখেছিল। তাঁকে চিহ্নিত করা যায়নি।’’

বিজেপি-র চাকদহ ব্লকের সম্পাদক রাম চৌধুরী বলেন, “পঞ্চায়েতের লোকজন ছাড়া ওই খানে বোতলটা কে রাখবে? আমরা তদন্ত দাবি করছি। পাশাপাশি মেয়েটির চিকিৎসার খরচের দাবি করছি। বিষয়টি ব্লক আধিকারিককে জানানো হয়েছে।”

চাকদহের বিডিও পুস্পেন চট্টোপাধ্যায় বলেন, “মেয়েটির পরিবারের সঙ্গে কথা হয়েছে। চিকিৎসার খরচের বিষয়টিও ভেবে দেখা হচ্ছে।”

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Acid Chakdaha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE