ডোমকল থেকে কলকাতা কিংবা দিল্লি বহু দূর। মহানগর এখন কাঁপছে যুব বিশ্বকাপ ফুটবল জ্বরে। সেখানে টিকিটের চাহিদা তুঙ্গে। এরই মাঝে কার্যত বিপ্লব ঘটে গেল ডোমকলের শাহাদিয়াড় গ্রামে। তিন দিনের ফুটবল প্রতিযোগিতার আসর বসে এখানে। ২০ টাকার টিকিটও ছিল। টিকিট কেটে খেলা আর আগেও জেলায় হয়েছে। কিন্তু, ২০ টাকার টিকিট! একে বিপ্লবই বলছেন জেলার ক্রীড়া প্রেমীরা।
প্রতিকূল আবহাওয়াকে হার মানিয়ে শেষ পর্যন্ত জিতে গেল ফুটবল। টানা বৃষ্টি মাথায় নিয়ে হাজার চারেক দর্শক নিয়মিত খেলা দেখলেন। আবহাওয়া প্রতিকূল থাকায় দর্শক সামাগম কিছুটা কম হলেও হতাশ নন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের এক জন জানালেন, এই আবহাওয়ায় মাঠে চার হাজার দর্শকই বা কম কোথায়?
বাংলাদেশ সীমান্তবর্তী ডোমকলে প্রত্যন্ত এলাকায় ফুটবল প্রেম অবশ্য নতুন কোনও ঘটনা নয়। যে কোনও ফুটবল প্রতিযোগিতায় মাঠে দর্শকদের ঢল নামে। শাহাদিয়াড়ের প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল দল এসেছিল। রবিবার ফাইনালে শান্তিপুরের নাইট স্টার ক্লাবকে ৪-১ গোলে হারায় ধুবুলিয়ার কালীনগর সংগ্রামী সংঘ।