শহরে চোর ও ছিনতাইবাজদের দৌরাত্ম্য বেড়েছে বেশ কিছু দিন ধরেই। কিন্তু রবিবার সকালে যা ঘটল তাতে রীতিমতো অবাক বেলডাঙা। চলন্ত মোটরবাইক থেকে এক বৃদ্ধার হার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। পুলিশ ওই ঘটনায় এ দিন রাত পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি।
ঠিক কী ঘটেছিল?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বেলডাঙার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর পঁয়ষট্টির দীপু বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন আরও এক বৃদ্ধা। তাঁরা স্থানীয় সুগার মিলের উল্টো দিকে একটি কাঠের মিল লাগোয়া রাস্তা ধরে হাঁটছিলেন। দীপুদেবীর পায়ে সমস্যা থাকায় তিনি একটু পিছিয়ে পড়েছিলেন। তার পর রাস্তার পাশে একটি গাছ থেকে ফুল পাড়তে গিয়ে আরও দেরি হয়ে যায়। দীপুদেবী বেশ খানিকটা পিছিয়ে পড়েন।