Advertisement
০২ মে ২০২৪

তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ

ত্রাণ নিয়ে এলাকায় মানুষের মধ্যে অসন্তোষ ছিল। তৃণমূলের উপ প্রধান দুর্গত মানুষদের অভাব-অভিযোগ জানতে ও এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। তৃণমূলেরই অন্য এক গোষ্ঠীর লোকজনের সঙ্গে প্রধানের লোকজনের মারপিট বেধে যায়।

নিজস্ব সংবাদদাতা
ক্যানিং শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০১:০৫
Share: Save:

ত্রাণ নিয়ে এলাকায় মানুষের মধ্যে অসন্তোষ ছিল। তৃণমূলের উপ প্রধান দুর্গত মানুষদের অভাব-অভিযোগ জানতে ও এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। তৃণমূলেরই অন্য এক গোষ্ঠীর লোকজনের সঙ্গে প্রধানের লোকজনের মারপিট বেধে যায়। জখম হয়েছেন এক জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে ক্যানিং ১ ব্লকের গোপালপুর অঞ্চলে। পুলিশ জানিয়েছে দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দু’পক্ষের দশ জনকে আঁটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার উপ-প্রধান আদিত্য বৈদ্য গিয়েছিলেন এলাকায়। তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই মোহান্তির অনুগামী সাবির শেখের সঙ্গে ত্রাণ নিয়ে বাদানুবাদ শুরু হয়ে যায়। মারপিটও বাধে। কালীপদ বৈদ্য নামে এক জন গুরুতর জখম হন। তাঁকে প্রথমে ক্যানিং হাসপাতালে, পরে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়।

আদিত্যবাবু বলেন, ‘‘আমি এক জন জনপ্রতিনিধি হয়ে দুর্গত মানুষের সমস্যার কথা জানতে গিয়েছিলাম। ওরা আমাকে এলাকায় ঢুকতেই বাধা দেয়। আমি প্রতিবাদ করলে ওরা আমাদের মারধর করে।’’ অন্য দিকে, বলাইবাবুর বক্তব্য, উপ প্রধান ইন্দিরা আবাস যোজনা প্রকল্পে ঘর দেবেন বলে মানুষের থেকে টাকা নিয়েছিলেন। তা ছাড়া, ত্রাণ নিয়েও মানুষের মধ্যে ক্ষোভ ছিল। তা নিয়ে মানুষ ক্ষোভ প্রকাশ করায় তিনি দুর্ব্যহার করেন। সেই নিয়েই এলাকার লোকজনের সঙ্গে গণ্ডগোল বাধে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Group clash Trinamool Caning Gopalpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE