Advertisement
E-Paper

গোষ্ঠীদ্বন্দ্বের জের, স্কুল নির্বাচনে হারল তৃণমূল

জঙ্গিপুরের শ্রীকান্তবাটি হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনে দলের কাছেই হারল তৃণমূল! শনিবার ওই স্কুলের ৪ জন শিক্ষক ও অশিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। এক সময় ওই স্কুলে বেশির ভাগ শিক্ষকই ছিলেন সিপিএমের শিক্ষক সংগঠনের সদস্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪৬

জঙ্গিপুরের শ্রীকান্তবাটি হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনে দলের কাছেই হারল তৃণমূল! শনিবার ওই স্কুলের ৪ জন শিক্ষক ও অশিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। এক সময় ওই স্কুলে বেশির ভাগ শিক্ষকই ছিলেন সিপিএমের শিক্ষক সংগঠনের সদস্য। বর্তমানে তাঁদের অনেকেই তৃণমূলে। কিন্তু দুই গোষ্ঠীতে বিভক্ত। ফলে এ দিন দুই গোষ্ঠীই নিজেদের তৃণমূল বলে দাবি করে ৪টি আসনে দুই শিবিরের ৮ জন প্রার্থী হন। স্বভাবতই শনিবার এই স্কুল নির্বাচনকে ঘিরে ছিল রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। শেষ পর্যন্ত তৃণমূলের রঘুনাথগঞ্জ ১ ব্লকের সহকারী সভাপতি শিক্ষক নিতাই দাস ও তার অনুগামী প্রার্থী সানাউল্লা শেখ, কামরুল ইসলাম ও তন্ময় দাস ৫৯টি ভোটের মধ্যে ৩৪ থেকে ৩৮টি করে ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিতাইবাবু বলেন, ‘‘পরাজিতরা কী দল করেন জানি না। তবে আমরা তৃণমূলের দীর্ঘদিনের সদস্য।’’

তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেনও দাবি করেন, জয়ী ৪ জনই তৃণমূল থেকে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছেন। যাঁরা হেরেছেন তাঁদের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। অন্য দিকে, এ দিনের নির্বাচনে পরাজিত গোষ্ঠীর শিক্ষক প্রার্থী মানস সাহার দাবি, ‘‘আমরা তৃণমূলের শিক্ষাসেলের পুরানো সদস্য। যাঁরা জয়ী হয়েছেন তাঁরা মুখে তৃণমূল বললেও তাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই দলের।’’

মানসবাবুর বক্তব্যকে সমর্থন করেছেন তৃণমূলের জেলা শিক্ষাসেলের চেয়ারম্যান শেখ ফুরকান। তিনি বলেন, ‘‘নির্বাচনে জয়ী নিতাইবাবুরা তৃণমূলের শিক্ষাসেলের সদস্যই নন। তাঁরা তৃণমূল করেন বলেও আমার জানা নেই।’’

Group clash Raghunathganj Trinamool
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy