নদিয়ায় কিশোরীর গণধর্ষণ ও খুনের মামলায় ধৃত মূল অভিযুক্তের বাবা, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দু গয়ালি ও তাঁর বন্ধু পীযূষ ভক্তকে ফের ন’দিন জেল হেফাজতে রাখার আদেশ দিল রানাঘাটের বিশেষ পকসো আদালত। শুক্রবার রাতে গ্রেফতারের পর শনিবার দু’জনকেই তিন দিন সিবিআই হেফাজতে রাখতে বলা হয়েছিল। তার পরে এক দিন জেল হেফাজতে রাখা হয়।
জানা গিয়েছে, সমরেন্দুর আইনজীবী আগেই জামিনের আর্জি জমা দিয়েছিলেন। ১৩ মে তার শুনানি হবে বলে বিশেষ পকসো আদালতের বিচারক সুতপা সাহা বুধবার জানিয়ছেন।
গত ৪ মে সমরেন্দুর বাড়িতেই ওই কিশোরীকে গণধর্ষণ করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রবল রক্তক্ষরণের জেরে পরের দিন ভোরে সে মারা যায়। এই ঘটনায় তদন্তে নামে পুলিশ। তদন্ত করে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত আট জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে এক জন নাবালক, তাকে হোমে পাঠানো হয়েছে। বাকিরা জেল হেফাজতে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আগামী ১৩ মে তাদের রানাঘাট আদালতে শুনানির জন্য তাদের হাজির করানোর কথা।