Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩
FICN

বার বার পথ বদলেও হল না শেষরক্ষা, পুলিশের হাতে বমাল ধৃত জাল নোট কারবারের মাস্টারমাইন্ড

পুলিশ সূত্রে খবর, ধৃত ওহিদুল সামশেরগঞ্জ থানার গাজিনগর এলাকার বাসিন্দা। ধৃত এলাকায় পোশাক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

representational image

জালনোট কারবারী গ্রেফতার মুর্শিদাবাদে। — প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শমসেরগঞ্জ শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ১৮:৩২
Share: Save:

মালদার কালিয়াচক থেকে নদীপথে মুর্শিদাবাদের ধুলিয়ান। ধুলিয়ান ফেরিঘাট থেকে অটো ধরে সামশেরগঞ্জ জাতীয় সড়ক মোড়। ফের ৩৪ নম্বর জাতীয় সড়ক বরাবর অটো বদলে টোটো ধরে আরও দুই কিলোমিটার। পুলিশের চোখে ধুলো দিতে এ ভাবেই বার বার পরিবহণ মাধ্যম বদল করেও হল না শেষরক্ষা। রাজ্য পুলিশের গোয়েন্দাদের হাতে গ্রেফতার ওহিদুল ইসলাম নামে এক সন্দেহভাজন। তল্লাশি চালাতেই উদ্ধার ৯৪ হাজার টাকা মূল্যের জাল নোট।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর সুতি থানার চাঁদের মোড় এলাকায়। গ্রেফতার করা হয়েছে পাচারকারীকে। বহরমপুর আদালত তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, ধৃত ওহিদুল সামশেরগঞ্জ থানার গাজিনগর এলাকার বাসিন্দা। ধৃত এলাকায় পোশাক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পোশাক ব্যবসার আড়ালে মালদহ থেকে নদিয়া-মুর্শিদাবাদের সীমানা বরাবর জাল নোট পাচার চক্রের অন্যতম মাস্টারমাইন্ডও তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE