তিন কোটি টাকার হেরোইন-সহ গ্রেফতার করা হল এক মাদক পাচারকারীকে। এই ঘটনা নদিয়ার পলাশিপাড়ার বড়নালদা এলাকার। উদ্ধার হয়েছে ২ কেজি ৮৫০ গ্রাম হেরোইন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের মাদক বিরোধী শাখার আধিকারিকরা অভিযান চালান বৃহস্পতিবার নদিয়ার পলাশিপাড়ার বড়নালদা এলাকায়। সেখানে সন্দেহভাজন এক ব্যক্তিকে পাকড়াও করা হয়। তার কাছে পাওয়া যায় একটি বড় ব্যাগ। সেটা বাজেয়াপ্ত করে গোয়েন্দা শাখা। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়। ব্যাগটি খুলতেই হকচকিয়ে যান আধিকারিকরা। ওই ব্যাগে পাওয়া যায় তিন প্যাকেট হেরোইন।