স্কুলেরই চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার দায়ে প্রধান শিক্ষককে পাঁচ বছর কারাদণ্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (দ্বিতীয়) তথা পসকো আইনের বিশেষ বিচারক জীমূতবাহন বিশ্বাস। শুক্রবার তিনি ওই সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জুলাই মাসে তেহট্টের এক প্রাথমিক স্কুলের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর বাবা। সরকার পক্ষের আইনজীবী সত্যেন্দুশেখর সেন বলেন, ‘‘দীর্ঘ দিন ধরেই ওই শিক্ষক ছাত্রীটিকে তার ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালাত। ধর্ষণেরও চেষ্টাও করে। এক সময় ছাত্রীটি স্কুলে যেতে না চাওয়ায় বিষয়টি জানাজানি হয়। এর পরই পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।’’