কৃষ্ণনগরের ছাত্রী ঈশিতা মল্লিক খুনে ধৃত দেশরাজ সিংহকে সঙ্গে নিয়ে তাঁদের কাঁচরাপাড়া ভাড়াবাড়িতে নিয়ে যান তদন্তকারীরা। দেশরাজের উপস্থিতিতে তাঁর ঘরে তল্লাশি চালায় পুলিশ। বাজেয়াপ্ত হয় দেশরাজের ব্যবহৃত ল্যাপটপ ও পেন ড্রাইভ-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। কোথায় বসে, কী ভাবে খুনের নীল নকশা তৈরি করেছিলেন দেশরাজ, সে ব্যাপারেও তাঁকে টানা জেরা করে পুলিশ।
মঙ্গলবার দেশরাজকে সঙ্গে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। আদালতে পেশ করা হবে দেশরাজের ধৃত বাবাকেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে দেশরাজকে সঙ্গে নিয়ে কোতোয়ালি থানার একটি দল কাঁচড়াপাড়া পৌঁছোয়। সেখানে তাঁদের ভাড়াবাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় একটি ল্যাপটপ ও পেনড্রাইভ। বাজেয়াপ্ত ল্যাপটপ থেকে খুনের ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে বলে আশাবাদী পুলিশ। অন্য দিকে, দেশরাজের বাবাকে সোমবার কৃষ্ণনগরে নিয়ে আসা হয়েছে।
কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল বলেন, ‘‘দেশরাজের ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়ে ল্যাপটপ উদ্ধার হয়েছে। খুনের ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। আগামিকাল ঘটনার পুনঃনির্মাণ হবে।’’