মাঝে বাড়িতে কয়েকদিনের বিশ্রাম। এ বার ফের চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন বোমা বিস্ফোরণে আহত, প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন।
সূত্রের খবর, আপাতত সুস্থ হলেও পায়ের সমস্যা এখনও পুরোপুরি ঠিক হয়নি জাকিরের। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসকদের পরামর্শে ক্রাচের সাহায্যে তিনি কয়েক পা হাঁটেন। সোমবার পর্যন্ত এ ভাবে এক পা, দু’পা করে হাঁটানোর পর তাঁর সুস্থতার গতি বোঝার চেষ্টা করবেন ডাক্তাররা। তারপর তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তখনই স্থির হবে, তাঁকে আর কতদিন হাসপাতালে থাকতে হবে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এখনও দু’ থেকে আড়াই মাস লাগবে জাকিরের স্বাভাবিক ছন্দে পা ফেলে হাঁটতে। তবে বর্তমানে তিনি সবদিক থেকেই বিপন্মুক্ত। পা নিয়েও বাড়তি আশঙ্কার কিছু নেই।
এদিকে, নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে আরও এক দফা অরঙ্গাবাদ ঘুরে গিয়েছেন কেন্দ্রের তদন্তকারী সংস্থা এনআইএ-র অফিসাররা। সুতি থানাতেও যান তাঁরা। এলাকায় বিস্ফোরকের কারবারে নানা সময় গ্রেফতার হয়েছে পুলিশের হাতে, এমন কিছু দুষ্কৃতীদের তাঁরা জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি, স্থানীয় থানার পুলিশের কাছ থেকে তাঁরা কিছু প্রয়োজনীয় নথিপত্রও নিয়েছেন। তবে এনআইএ তদন্তভার হাতে নেওয়ার প্রায় তিন মাস হতে চলল। সূত্রের খবর, এ বার এই বিস্ফোরণ মামলায় চার্জশিট দেওয়ার পথে এগোচ্ছে তারা। তবে এখনও পর্যন্ত এনআইএ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা ছাড়া তদন্তে বড়সড় সাফল্য পায়নি। গত ১৭ ফেব্রুয়ারি রাত ১০টা নাগাদ নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন জাকির। সেই সময় দু’নম্বর প্ল্যাটফর্মে বোমা ফেটে জাকির-সহ ২৭ জন গুরুতর
আহত হন।