কৃষ্ণনগরের তরুণী ঈশিতা মল্লিককে ঘরে ঢুকে খুন করার প্রায় ২০দিন পরেও এখনও খুনের কিনারা করতে পারল না পুলিশ। প্রধান অভিযুক্ত দেশরাজ সিংহ পুলিশ হেফাজতে খাকলেও এখনও তদন্তের বেশ কিছু প্রশ্নের উত্তরের সন্ধান পাননি তদন্তকারীরা।
দেশরাজকে জিজ্ঞাসাবাদ করেও তেমন সুবিধা হচ্ছে না বলে জানান তাঁরা। দেশরাজের দৃড় মানসিকতায় বিন্দুমাত্র চিড় ধরাতে পারছেন না তদন্তকারীরা। তাঁদের দাবি, খুন করার নেপথ্যে সত্য উদঘাটন করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হলেও, নিরুত্তাপ দেশরাজ। তদন্তকারীদের প্রত্যেকটি প্রশ্নের খুব স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিচ্ছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ চলাকালীন ঈশিতা প্রসঙ্গে খুব বেশি অস্বস্তিও দেখা যায়নি অভিযুক্তের ভিতরে। প্রতিটি প্রশ্নের খুব স্বাভাবিক এবং অনুশোচনাহীন ভাবেই উত্তর দিচ্ছেন তিনি। বরং একই প্রশ্ন বার বার জিজ্ঞাসা করায় খানিক বিরক্ত হলেও তার উত্তর, “যা হওয়ার হয়ে গিয়েছে।” জেরার মুখেও তাঁর এই দৃড় মানসিকতা দেখে খানিক অবাক তদন্তকারীরা।
প্রসঙ্গত, ঈশিতাকে খুন করার পর দেশরাজ নৈহাটি থেকে হাওড়া হয়ে উত্তরপ্রদেশের ট্রেন ধরেছিলেন। সেই যাত্রাকালীন কোথাও একটা খুনে ব্যবহৃত অস্ত্র ফেলে দেন তিনি। আগামী কয়েক দিনের মধ্যে দেশরাজকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নিমাণ করে সেই অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হবে বলে জানান তদন্তকারীরা।