Advertisement
০৫ মে ২০২৪

থানারপাড়ায় গুলিবিদ্ধ নেতা

দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন এক তৃণমূল নেতা। নাম সরিফুল ইসলাম হালসানা। শনিবার রাতে থানারপাড়া এলাকার নারায়নপুরের মিয়াঁপাড়ার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে রাত দেড়টা ওই ব্যক্তি ঘর থেকে বেড়িয়ে শৌচালয়ে যাচ্ছিলেন। তখন আচমকা কে বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই ব্যক্তির বুকের বা দিকে গুলি লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই প্রতিবেশীরা ছুটে আসেন। জখম সরিফুলকে লোকজন তেহট্ট হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

নিজস্ব সংবাদদাতা
করিমপুর শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০১:২০
Share: Save:

দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন এক তৃণমূল নেতা। নাম সরিফুল ইসলাম হালসানা। শনিবার রাতে থানারপাড়া এলাকার নারায়নপুরের মিয়াঁপাড়ার ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে রাত দেড়টা ওই ব্যক্তি ঘর থেকে বেড়িয়ে শৌচালয়ে যাচ্ছিলেন। তখন আচমকা কে বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই ব্যক্তির বুকের বা দিকে গুলি লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই প্রতিবেশীরা ছুটে আসেন। জখম সরিফুলকে লোকজন তেহট্ট হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “ওই এলাকায় সিপিএম দিন দিন অস্তিত্ব হারাচ্ছে। সেই কারণেই সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা আমাদের ব্লক নেতা সরিফুলকে গুলি করল।’’ অভিযোগ উড়িয়ে দিয়ে সিপিএমের তেহট্ট জোনাল সম্পাদক সুবোধ বিশ্বাস বলেন, “ওই ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। শাসকদলের অর্ন্তকলহের ফলেই ওই ঘটনা ঘটেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Thanapara Bullet police hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE