Advertisement
২৬ অক্টোবর ২০২৪
Roadside garbage

সরে না আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ঠ পুরবাসী  

চাকদহ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে হালদার বলেন, ‘‘শহরের বিভিন্ন জায়গা থেকে আবর্জনা নিয়ে এসে এখানে জমা করা হয়।

চাকদহ থানার মোড়ে জমে আছে আবর্জনা।

চাকদহ থানার মোড়ে জমে আছে আবর্জনা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চাকদহ  শেষ আপডেট: ১৭ জুন ২০২৪ ০৯:৩১
Share: Save:

শহরের থানার মোড়ে আবর্জনার স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
চাকদহ ৫০ নম্বর রেলগেট থেকে রাজ্য সড়ক থানার সামনে দিয়ে রানিনগরে চলে গিয়েছে। থানার কাছেই রাস্তার ধারে পড়ে রয়েছে আবর্জনা। সদাব্যস্ত এই সড়কের ধারে পড়ে থাকা আবর্জনায় নাজেহাল যানচালক থেকে পথচারীরা।

চাকদহ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে হালদার বলেন, ‘‘শহরের বিভিন্ন জায়গা থেকে আবর্জনা নিয়ে এসে এখানে জমা করা হয়। নিয়মিত এই নোংরা পরিষ্কার করা হয় না। এলাকায় দুশোর মতো দোকান রয়েছে। আবর্জনার দুর্গন্ধে তাঁদের অনেকেই দোকান খুলতে পারছেন না।এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুরসভার কাছে আবেদন জানিয়েছি।’’

চাকদহের উপ-পুরপ্রধান দেবব্রত নাগ বলেন, ‘‘আবর্জনা অন্যত্র ফেলার জায়গা নেওয়া হয়েছে। সেখানে আবর্জনা ফেলার কাজ শুরু হলে সমস্যার স্থায়ী সমাধান হবে। তবে মাঝেমধ্যেই এখান থেকে আবর্জনা তুলে নিয়ে যাওয়া হয়।’’

বৃদ্ধের অপমৃত্যু

রানাঘাট: শনিবার বিকেলে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক বৃদ্ধের। স্বপন সরকার (৬৪) নামে ওই বৃদ্ধে তাহেরপুর থানার বীরনগর নতুনপাড়াযর বাসিন্দা। শুক্রবার সকাল সাতটা নাগাদ কীটনাশক জাতীয় কিছু খেয়ে ফেলেন স্বপন। তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। নিজস্ব সংবাদদাতা

অন্য বিষয়গুলি:

Chakdaha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE