Advertisement
E-Paper

ভোটের ডোমকলে অভয় ডিএমের

বগারপুর রমনার বাঁশবাগানের নীচে দাঁড়িয়ে জেলাশাসক গ্রামবাসীদের কাছে জানতে চান— ‘‘আপনাদের এলাকায় তো ভোট এলে বোমা ফাটে। এ বারে কি সে সব হচ্ছে? কেউ কি বাড়িতে এসে হুমকি দিচ্ছে?’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৯ ০২:৩১
ডোমকলে জেলাশাসক। রবিবারে। ছবি: সাফিউল্লা ইসলাম

ডোমকলে জেলাশাসক। রবিবারে। ছবি: সাফিউল্লা ইসলাম

বোমা, বন্দুক, গুলি, খুন, জখম— ভোটের সময় এ বড় চেনা ছবি ডোমকলের। গত বিধানসভা নির্বাচনেও রাজ্যের এক জনই খুন হয়েছিলেন। ঘটনাস্থল সেই ডোমকল! এ বারেও ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরে গত সোমবার খুন হন ডোমকল পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ আলতাফ শেখ। এই পরিস্থিতিতে ডোমকলে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বললেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক পি উলাগানাথন।

রবিবার দুপুরে তিনি ডোমকলের বগারপুর রমনা ও জুড়ানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন।

বগারপুর রমনার বাঁশবাগানের নীচে দাঁড়িয়ে জেলাশাসক গ্রামবাসীদের কাছে জানতে চান— ‘‘আপনাদের এলাকায় তো ভোট এলে বোমা ফাটে। এ বারে কি সে সব হচ্ছে? কেউ কি বাড়িতে এসে হুমকি দিচ্ছে?’’

জেলাশাসকের প্রশ্নের উত্তরে গ্রামের বাসিন্দা আরেজুল শেখ, কোহিনুর বেওয়া, ওহিদুল ইসলামেরা সমস্বরে বলেন, ‘‘এ বারে এখনও ভোট নিয়ে এলাকায় তাপ উত্তাপ নেই। বোমাও ফাটেনি। তবে পরে কী হবে জানি না।’’

এর পরেই জেলাশাসক অভয় দেন, ‘‘যদি কেউ ভয় দেখায়, সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা পদক্ষেপ করব।’’ ঠিক তখনই গ্রামের এক ভোটার ছুড়ে দেন পাল্টা প্রশ্ন, ‘‘ভয় দেখালে আপনারা কী করবেন? এর আগের ভোটে আমরা নানা অভিযোগ করেছিলাম। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এ বারে লাভ হবে তো?’’

জেলাশাসক বলেন, ‘‘আগে কী হয়েছে তা ছেড়ে দিন। এ বারে কেউ ভয় দেখালে বা সমস্যা তৈরি করলে আমাদের জানান। আমরা ব্যবস্থা নেব।’’ বগারপুর রমনার পরের গন্তব্য ছিল ডোমকলের জুড়ানপুর। প্রতি নির্বাচনে এই এলাকা তপ্ত হয়ে ওঠে। বিগত নির্বাচনগুলিতে ভোটের মরসুমে এই এলাকায় গুলি, বোমা চলেছে। নির্বাচনকে কেন্দ্র করে খুন, জখমের ঘটনাও ঘটেছে। রবিবার সেই গ্রামের ভোটারদের সঙ্গেও কথা বলেন জেলাশাসক।

এ দিন জেলাশাসক বলেন, ‘‘ভোট দিতে কেউ বাধা দিচ্ছে কি না লোকের সঙ্গে কথা বলে আমরা বুঝতে চাইছি। যদি কোথাও সমস্যা থাকে তা হলে সেই সব এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে সুবিধা হবে।’’

জেলাশাসকের দাবি, ‘‘এর আগে পুলিশ সুপার ডোমকলের বিভিন্ন এলাকায় ঘুরেছেন। এসডিও-বিডিওরা গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের সঙ্গে
কথা বলছেন।’’

Lok Sabha Election 2019 Domkal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy